ক্যাটাগরিঃকবিতা
তারিখঃ১৩/০৫/২০১৭
#ত্রি_আস্বরিক_ছন্দঃ
💕#আমার_অন্তরে_তুমি💕
💙#আশানীল💙
(মাত্রাবৃত্ত ছন্দে ৬+৬+৬)।
অন্ত্যমিলঃসারেগা রেগামা গামাপা মাপাধা পাধানি ধানিসা।
------
আছি আমি কাছে খুব পাশাপাশি তবু ভাবো দূরে,
উদাসীনভাবে আজ তুমি বলো খোঁজে যাও কারে?
আগের মতোই নাও না খবর থাকো দূরে সরে।
একা পড়ে রই তোমার আশায় বোঝো গো আমারে!
তোমার বিহনে হৃদয় আমার যায় যেনো মরে,
কোন সুখে আজ তুমি আছো পড়ে বেঁধে এই মন।
কেমনে যে আমি রাখি মনটাকে যতনেতে ধরে,
তোমার জন্য মিছে করে যাই কত আয়োজন।
দূরে সরে তুমি আছো বলো আজ কার ছায়া তলে?
তাই বুঝি ওগো ভুলে গ্যাছো সব করেছে যা পণ।
কেন তুমি বলো করে দিলে সব সাধনা বিফলে!
মনে প্রাণে তুমি করো নাকো আর কভু অনুভব।
তোমার আঘাতে অন্তর পুড়ে হিয়া যায় জ্বলে,
মন থেকে তাই হারিয়ে ফেলেছি সব কলবর।
সুখটুকু আজ হয়েছে বিবাগী হৃদ পুড়ে ছাই!
তবু আমি ভাবি করি মিছে দাবি তুমি হলে সব,
আমার হৃদয়ে মিশে আছো তুমি আর কেহ নাই,
তোমাকে যে ভেবে মনপাখি আজ গান গায় সুরে।
তারিখঃ১৩/০৫/২০১৭
#ত্রি_আস্বরিক_ছন্দঃ
💕#আমার_অন্তরে_তুমি💕
💙#আশানীল💙
(মাত্রাবৃত্ত ছন্দে ৬+৬+৬)।
অন্ত্যমিলঃসারেগা রেগামা গামাপা মাপাধা পাধানি ধানিসা।
------
আছি আমি কাছে খুব পাশাপাশি তবু ভাবো দূরে,
উদাসীনভাবে আজ তুমি বলো খোঁজে যাও কারে?
আগের মতোই নাও না খবর থাকো দূরে সরে।
একা পড়ে রই তোমার আশায় বোঝো গো আমারে!
তোমার বিহনে হৃদয় আমার যায় যেনো মরে,
কোন সুখে আজ তুমি আছো পড়ে বেঁধে এই মন।
কেমনে যে আমি রাখি মনটাকে যতনেতে ধরে,
তোমার জন্য মিছে করে যাই কত আয়োজন।
দূরে সরে তুমি আছো বলো আজ কার ছায়া তলে?
তাই বুঝি ওগো ভুলে গ্যাছো সব করেছে যা পণ।
কেন তুমি বলো করে দিলে সব সাধনা বিফলে!
মনে প্রাণে তুমি করো নাকো আর কভু অনুভব।
তোমার আঘাতে অন্তর পুড়ে হিয়া যায় জ্বলে,
মন থেকে তাই হারিয়ে ফেলেছি সব কলবর।
সুখটুকু আজ হয়েছে বিবাগী হৃদ পুড়ে ছাই!
তবু আমি ভাবি করি মিছে দাবি তুমি হলে সব,
আমার হৃদয়ে মিশে আছো তুমি আর কেহ নাই,
তোমাকে যে ভেবে মনপাখি আজ গান গায় সুরে।
No comments