নামহীন কবিতা দুই(পঞ্চদশী পিরামিড)
আনিয়ন বিন হায়দার(মাসঊদ)
ক্যাটাগরিঃসাহিত্য।
যা
দূরে,
নিজের
মত করে
ধরার পরে।
ডাকবোনা ঘরে
রবো এ অন্ধকারে
তবু থাক তুই ভালো;
আমার আকাশটা কালো।
তুই তো আমার নস বুঝি
বৃথাই যেন আজ তোরে খুঁজি,
কেন জানি এই বিবাগী হৃদয়
তোর দেয়া সব বেদনা আজ সয়;
কেনযে পারিনা ভুলে যেতে তোর প্রেম
ভুল করে আজো আমি রয়েছি তোর শ্যাম।
আমি যে ভুল করি এ আমার অপরাধ?
আজ তাই মেনি নিছি সব অপবাদ।
কেনরে বুঝিস না আমাকে আজ
আমার হৃদয়ে করিস বিরাজ;
সারাক্ষণ এ মনে নিরালায়
পড়ে রয় তোর ভাবনায়
তবু যাবি তুই চলে,
ভাসাই আঁখি জলে।
তবে চলে যা'রে
না দেবনারে;
কোন বাঁধা
দেখিস
তুই
ও।
আনিয়ন বিন হায়দার(মাসঊদ)
ক্যাটাগরিঃসাহিত্য।
যা
দূরে,
নিজের
মত করে
ধরার পরে।
ডাকবোনা ঘরে
রবো এ অন্ধকারে
তবু থাক তুই ভালো;
আমার আকাশটা কালো।
তুই তো আমার নস বুঝি
বৃথাই যেন আজ তোরে খুঁজি,
কেন জানি এই বিবাগী হৃদয়
তোর দেয়া সব বেদনা আজ সয়;
কেনযে পারিনা ভুলে যেতে তোর প্রেম
ভুল করে আজো আমি রয়েছি তোর শ্যাম।
আমি যে ভুল করি এ আমার অপরাধ?
আজ তাই মেনি নিছি সব অপবাদ।
কেনরে বুঝিস না আমাকে আজ
আমার হৃদয়ে করিস বিরাজ;
সারাক্ষণ এ মনে নিরালায়
পড়ে রয় তোর ভাবনায়
তবু যাবি তুই চলে,
ভাসাই আঁখি জলে।
তবে চলে যা'রে
না দেবনারে;
কোন বাঁধা
দেখিস
তুই
ও।
No comments