#বৈশাখ
-সনেট সেন্টু
এই শহরের অলিতে গলিতে
বিছিয়ে রেখেছি কবিতার চাদর;
কবিতারা সাজাবে মাটির গহনায়
করবে বৈশাখী সমাদর।
গরমে আরাম পাঁচ টাকার প্রেম
ধুলোবালির শহর লেবুর শরবত;
পাঁচটা টেহা দেন মামা, মেয়েটির
চোখে কান্না কান্না অনুরোধ।
তাল পাতার পাখা নেন, শামুকের মালা নেন
আপাকে না হয় গিফট কইরেন;
আপাজান খুশি অইবো
মুসকি হাসি, নেন মামা নেন।
মাটির পুতুল কৃত্রিম কথা কয়
ফুঁ দিলে কাঞ্চাবাঁশের বাশিঁ;
বাঙালির বর্ষবরণ বাজবে ঢাক ঢোল
তাতেও সস্তা ছিঃ ছিঃ।
ইলিশের মতো চুনোপুঁটি লাফ দায়
পান্তা মনে করে গরম ভাতে;
নববর্ষের রেওয়াজ উলটে পালটে
চুপচাপ খেয়ে নেই হেফাজতে।
-সনেট সেন্টু
এই শহরের অলিতে গলিতে
বিছিয়ে রেখেছি কবিতার চাদর;
কবিতারা সাজাবে মাটির গহনায়
করবে বৈশাখী সমাদর।
গরমে আরাম পাঁচ টাকার প্রেম
ধুলোবালির শহর লেবুর শরবত;
পাঁচটা টেহা দেন মামা, মেয়েটির
চোখে কান্না কান্না অনুরোধ।
তাল পাতার পাখা নেন, শামুকের মালা নেন
আপাকে না হয় গিফট কইরেন;
আপাজান খুশি অইবো
মুসকি হাসি, নেন মামা নেন।
মাটির পুতুল কৃত্রিম কথা কয়
ফুঁ দিলে কাঞ্চাবাঁশের বাশিঁ;
বাঙালির বর্ষবরণ বাজবে ঢাক ঢোল
তাতেও সস্তা ছিঃ ছিঃ।
ইলিশের মতো চুনোপুঁটি লাফ দায়
পান্তা মনে করে গরম ভাতে;
নববর্ষের রেওয়াজ উলটে পালটে
চুপচাপ খেয়ে নেই হেফাজতে।
No comments