* আমার আমি *
------------------তাহমিনা নাহার।
৬-৫-২০১৭
-----------------
আমার আকাশ ভরা সূর্যতারা
বলো, একলা আমি কই!
চলতে আমি শিখে গেছি
নিজের মাঝে রই।
দিনগুলো সব আমার
আলোয় আলোয় ভরা,
রাতের মাঝে যাই দেখে
ঝলমলে সব তারা।
রাতের শেষে নেই ক্লান্তি
নির্ঘূম চোখ দুটো,
শিশিরভেজা ভোর আমায়
দেয় এঁকে চুমু।
নাম নাজানা পাখিরা সব
আমায় ভালোবাসে,
তাদের গানে হৃদয় আমার
অনেক সুখে হাসে।
রঙ,বেরঙের নানান ফুল
সবই ভালোবাসি,
তাদের সাথে যাই বলে
তাদের সাথেই হাসি।
আলতো পায়ে হেঁটে চলি
সবুজ ঘাসের প'রে,
ভালোলাগার সবই যেন
দেখি দু'চোখ ভরে।
চলতে চলতে অনেক দূর
নেইতো ফেরার তারা,
একলা আমি নইতো কভু
আমার আকাশ ভরা সূর্যতারা।।
------------------তাহমিনা নাহার।
৬-৫-২০১৭
-----------------
আমার আকাশ ভরা সূর্যতারা
বলো, একলা আমি কই!
চলতে আমি শিখে গেছি
নিজের মাঝে রই।
দিনগুলো সব আমার
আলোয় আলোয় ভরা,
রাতের মাঝে যাই দেখে
ঝলমলে সব তারা।
রাতের শেষে নেই ক্লান্তি
নির্ঘূম চোখ দুটো,
শিশিরভেজা ভোর আমায়
দেয় এঁকে চুমু।
নাম নাজানা পাখিরা সব
আমায় ভালোবাসে,
তাদের গানে হৃদয় আমার
অনেক সুখে হাসে।
রঙ,বেরঙের নানান ফুল
সবই ভালোবাসি,
তাদের সাথে যাই বলে
তাদের সাথেই হাসি।
আলতো পায়ে হেঁটে চলি
সবুজ ঘাসের প'রে,
ভালোলাগার সবই যেন
দেখি দু'চোখ ভরে।
চলতে চলতে অনেক দূর
নেইতো ফেরার তারা,
একলা আমি নইতো কভু
আমার আকাশ ভরা সূর্যতারা।।
No comments