Header Ads

VIRTUALISM

ভারচুয়ালিজম
.
সকাল ৮ টা বাজে। বাবার ডাকে ঘুম থেকে উঠলো অয়ন। ঘুম থেকে উঠেই গোসল করতে গেলো সে। তাড়াতাড়ি তৈরি হতে হবে কারন আজ সে তার জন্য পাত্রী দেখতে যাবে। তার কিছু আত্মীয়স্বজনও এসেছে তার বাসায়, একসাথেই পাত্রী দেখতে যাবে তারা। অয়ন যে মেয়েটাকে দেখতে যাচ্ছে সে মেয়েটার নাম শম্মী। তার বাসার মানুষও আজকে অনেক ব্যাস্ত। এতগুলো মানুষ আসবে ঘর গোছানো, খাবার তৈরী সহ কত কাজ। এরই মধ্যে অয়নের বাবা অয়নের ঘরে প্রবেশ করে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। অয়নের বাবা অয়নকে প্রশ্ন করে:
-কিরে বাবা সব কিছু ঠিকঠাক করেছিসতো।
-হুম বাবা।
-তোর ফেসবুক প্রোফাইল সব ঠিকঠাক আছেতো? এবাউট ঠিক ভাবে ইডিট করছিসতো? বায়ো ভালোটা দিছিসতো? প্রোফাইল পিক কোনটা দিছিস?
-আরে বাবা এক প্রশ্ন কয়বার করবা। তুমি যা যা দিতে বলছিলা তাই দিছি।
তার বাবা চলে গেলেন। এরই মধ্যে মা আসলো: -কোন জামাটা পড়ে যাবি রে অয়ন?
-আমিওতো তাই ভাবতেছিলাম।
-ঐ যে কয়দিন আগে একটা জাস্টিন বিবারের ছবিওয়ালা টি শাট পড়ে যে প্রোফাইল পিক দিয়ে ৩হাজার লাইক পাইছিলি। ঐ টি-শাটটাই পইড়া নে।
-হুম। তুমিও রেডি হয়ে নাও মা।
এই বলেই জাস্টিন বিবারের সেই ছবিওয়ালা গেঞ্জীটা আর বাবার দেওয়া সেই থ্রিকোয়াটার প্যান্টটা পড়ে তৈরী হয়ে নিলো অয়ন। অপরদিকে শম্মীর খালাতো মামাতো বোনরাও এসে হাজির। বাড়ে বাড়ে শম্মীর ফেসবুক প্রোফাইল চেক করতেছিলো তারা সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরই মধ্যে শম্মীর মামীও এসে হাজির:
-কিরে শম্মী ফেসবুকের সব কিছু ভালোমন ইডিট করেছিসতো। সবচেয়ে বেশি যেই ছবিতে লাইক উঠছে ঐটা কিন্তু প্রোফাইলে দিস।
এরই মধ্যে শম্মীর খালা:
-আরে শোন কোন আজেবাজে ছবি বা স্ট্যাটাস ফেসবুকে রাখিস নাহ। আর যেই ছবিগুলোতে ১হাজার এর কম লাইক উঠেছে ঐগুলো ডিলিট কইরা দিস।
শম্মী সবাইকে বলল সব ঠিক আছে। ভালোভাবেই ইডিট করা আছে।
.
.
এরই মধ্যেই অয়নের পরিবার শম্মীদের বাসায় হাজির। বাসার সবাই অতিথি আপ্রায়নে ব্যাস্ত হয়ে পড়েছে। প্রথমে সকলে ড্রয়িং রুমে বসলো। এবার অয়নের মা বলল, কই মেয়েকে আসতে বলুন। এর কিছুক্ষন পর হাতে ল্যাপটপ নিয়ে আস্তে আস্তে অয়নের মায়ের সামনে এসে দাড়ালো শম্মী। নিয়ামানুসারে
অয়নের মা শম্মীকে প্রশ্ন করা শুরু করে। অয়নের মা:
-তো মা তোমার নাম কী?
-আসিফা ইসলাম শম্মী।
-আরে ফে.বু তে ব্যবহার নাম কী?
-অ্যাঞ্জেল শম্মী।
-তো মা নিক নাম কি দিছো?
-মটু আন্টি।
-এই ধরনের নিক নাম দেওয়ার কারন?
-এইটাই আনকমন।
-হুম। তো দিনে কয় ঘন্টা এক্টিভ থাকো?
-এইতো ১০ ঘন্টার কাছাকাছি।
-ও! এর আগে যে মেয়েটারে দেখতে গিয়েছিলাম সে তো ১৪ ঘন্টা এক্টিভ থাকতো। [কিছুটা চাপা স্বরে] তো মা দিনে কয়টা স্ট্যাটাস বা ছবি আপলড দাও?
-এইতো ১৫-২০ টার মত।
-মাশাআল্লাহ। লাইক কেমন পড়ে?
-এইতো ১০০০-১২০০।
-এত কম! প্রো পিকে লাইক কত?
-৩৮৫৮ টা।
-সবকিছুই কম কম। তো বিয়ের পড়তো
আবার সংসার বাচ্চা নিয়া ঝামেলায় পড়ে ফে.বু. চালানো কমাইয়া দিবা না?
-আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো এক্টিভ থাকতে।
[এরই মধ্যে অয়নের বাবা অয়নের মাকে ইশারা করে কিছু একটা জিজ্ঞাস করতে বলছে। প্রথমে না বুঝলেও পড়ে ঠিকই মনে পড়লো]
-শম্মী, তোমার ফে.বু. ফোলোয়াস কত যেনো?
-১২০০৮ জন।
-বায়োতে কি দিছো ১০১ শব্দের মধ্যে?
- বায়ো: শাশুরীর লক্ষী বৌমা।
এটা শুনে অয়নের মায়ের আর কোন আপত্তি থাকলো না। যে মেয়ে বিয়ের আগেই শাশুরীর নাম বায়োতে রাখে সে মেয়ে বিয়ের পরও শাশুরীকে নিয়ে পজিটিভ স্ট্যাটাস দিবে বলে আশা রাখেন অয়নের মা।
এবার শম্মীর বাবাও একটু নড়ে বসলেন। বললেন, আমাদেরও তো ছেলেটার সম্পরকে কিছু জানা দরকার। অয়নের বাবা বললেন, অবশ্যই আপনি কি জানতে চান অয়নকে জিজ্ঞেস করতে পারেন। এবার শম্মীর বাবা প্রশ্ন করা শুরু করলেন অয়নকে:
-বাবা, তোমার পুরো নাম কী?
-তাওহীদ হাসান অয়ন।
-ফে.বু নাম?
-ডেন্জারাস বয় অয়ন।
-তোমার নিক নাম কী?
-বোকা বিড়াল।
-এইটা আবার কেমন নিক নাম?
-আসলে নিজের ইনোসেন্ট রুপটা তুলে ধরার জন্য এই নাম দিছি।
-তোমার বায়োতে কী দিয়েছো?
-বাবা বিয়ে দে নাইলে বিষ দে।
-বাহ। ভালোই। তো তুমি দিনে কয় ঘন্টা ফে.বুতে এক্টিভ থাকো?
-১৮ ঘন্টার মত।
-দিনে কয়টা স্ট্যাটাস দাও? কেমন লাইক উঠে? আর প্রো পিকে কত লাইক তোমার?
-দিনে ২০-২২ টা পোস্ট করি আর লাইক প্রায় ১৫০০+ উঠে। আর প্রো পিকে লাইক ৪৫০০।
.
.
বেশ ভালোভাবে উভয় পক্ষেরই প্রশ্ন উত্তরপত্র শেষ। দুই পরিবারেরই প্রায় কোন আপত্তি নেই। এখন অয়ন এবং শম্মীকে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে একে অপরের প্রোফাইল ভালোভাবে চ্যাক করে দেখার জন্য। তারা একে অপরের প্রোফাইল চ্যাক করছিলো। এর মাঝে তাদের পিতামাতারা বিয়ের দিন তারিখ ঠিক করা শুরু করে দেয়। এদিকে অয়ন এবং শম্মী একে অপরের ফে.বু প্রোফাইল অনেক পছন্দ করে। তাদের সম্মতী ক্রমে বিয়ের দিন ঠিক করা হয়। শম্মীর বাবা তাদের বিয়ে নিয়ে ফে.বু তে একটা ইভেন্ট খোলার প্রতিশ্রুতী নেয়। অ্যাংগেজম্যান্ট
ের নিয়মানুসারে অয়ন শম্মীকে টেগ করে একটা রিলেশনসীপ স্ট্যাটাস দেয় যেখানে ইন অ্যাংগেজ উল্লেখ করা ছিলো। অয়ন শম্মীর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে।
.
.
আগামী শুক্রবার অয়ন ও শম্মীর বিয়ে। বিয়ের আগে সব বাবা-মা ই
তাদের সন্তানদের নিয়ে চিন্তা করে। অয়ন ও শম্মীর বাবা-মা ও চিন্তায় ছিলো।
অয়নের বাবা-মা ভাবছিলো অয়ন-শম্মী জুটি কী তাদের মত ফেসবুকে পপুলার হয়ে লাইক কমেন্ট এর দুনিয়া কাপাতে পাড়বে!
.
.
অপরদিকে শম্মীর বাবা-মা ও খবরের পাতায় একটা খবর পড়ে বেশ চিন্তায় পরে যায়। খবরের শিরোনাম ছিলো "বিয়ের পর আগের মত ফে.বু পপুলারিটি বজায় রাখতে না পারায় নব বধুকে অত্যাচার অতপর হত্যা।"
.
.
লেখা:- Masud Rana

No comments

Theme images by fpm. Powered by Blogger.