Header Ads

প্রতিক্ষার প্রহর

প্রতিক্ষার প্রহর
----///---

আসি আসি বলে
পার করেছ কতটা কাল।
নির্ঘুম কেটেছে কত রাত
বিষাদ হয়েছে কত সকাল।
সময় বয়ে গেছে কেবল
সময়েরই টানে,
হৃদয়ও বাঁধা আছে বুঝি
তোমার অন্য কোনখানে।
তোমার জন্য গুনছি  প্রহর,
অস্থির হচ্ছে এ হৃদয়
এভাবেই কাটবে বুঝি শত বছর।।
জ্বলছে হিয়া পুড়ছে অন্তর
কাঁদছে পোড়ামন।
ফুরালোনা বুঝি আর
এই জনমে প্রতিক্ষারই ক্ষণ।

By-Shibani Mondal.

No comments

Theme images by fpm. Powered by Blogger.