কোথায় এমন ঘর
কোথায় এমন ঘর
-চঞ্চল
আমি ফিরবো, কার ঘরে কোন্ ঘরে একবার
কোথায় এমন ঘর? যার খোঁজে
আমি পৃথিবীর কোনো কাজে আর নেই
আমি ক্লান্ত ভবোঘুরে, আমাকে কেউ খোঁজে নাতো ,
কারও কোনো উৎসবে কিংবা মর্ম বেদনায়।
আমি পৃথিবীর বৃত্তে যাযাবর চিত্তে আছি বসে
মরুর প্রান্তর হতে হৃদয়ের সবুজ ঘাসে।
কোনো তপ্ত বালুকাময় প্রান্তরের নির্জন কোণে
সবুজ অরণ্যের বুকে পাখিদের গান, আমাকে ডাকে
ধুলিমাখা গোধূলির কুয়াশা, আঁধারের জোনাকি ।
নিশীথে একমুঠো আহারের খোঁজে
কোনো কিশোরীর ঘরে মাটির পিদিম জ্বলা আলোতে
অশ্রুর ফোঁটা চকমকি পাথরের মতো চিকচিক করে
খুঁজে বেড়াই পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে
কোথায় এমন সুখীঘর পৃথিবীর বুকে।
18-10-2017 আশুলিয়া, গৌরীপুর-ঢাকা।
-চঞ্চল
আমি ফিরবো, কার ঘরে কোন্ ঘরে একবার
কোথায় এমন ঘর? যার খোঁজে
আমি পৃথিবীর কোনো কাজে আর নেই
আমি ক্লান্ত ভবোঘুরে, আমাকে কেউ খোঁজে নাতো ,
কারও কোনো উৎসবে কিংবা মর্ম বেদনায়।
আমি পৃথিবীর বৃত্তে যাযাবর চিত্তে আছি বসে
মরুর প্রান্তর হতে হৃদয়ের সবুজ ঘাসে।
কোনো তপ্ত বালুকাময় প্রান্তরের নির্জন কোণে
সবুজ অরণ্যের বুকে পাখিদের গান, আমাকে ডাকে
ধুলিমাখা গোধূলির কুয়াশা, আঁধারের জোনাকি ।
নিশীথে একমুঠো আহারের খোঁজে
কোনো কিশোরীর ঘরে মাটির পিদিম জ্বলা আলোতে
অশ্রুর ফোঁটা চকমকি পাথরের মতো চিকচিক করে
খুঁজে বেড়াই পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে
কোথায় এমন সুখীঘর পৃথিবীর বুকে।
18-10-2017 আশুলিয়া, গৌরীপুর-ঢাকা।
No comments