Header Ads

কল্পিত কাহিনী



--এই যে শুনছেন?
--জ্বী বলুন।(মেয়েটি পিছনে তাকিয়ে)
--আজ চোখে কাজল দেননি যে?
--মানে?কি বলতে চাচ্ছেন?
--না মানে ইয়ে!আজ চোখে কাজল দেননি তো তাই
বললাম।
--না দেয়নি!অার দেই বা না দেই তাতে অাপনার
কি?
--অামার অাবার কি হবে!কিছুনা কিন্তু কাজল
ছাড়া আপনাকে বে মানান লাগছে, তাই বললাম আর কি!!!

অচেনা এক মেয়ে রোজ এ রাস্তা দিয়ে কোথাও
যায়?যায় বলতে কলেজে।আর আদর প্রতিদিন তাকে নয়ন ভরে দেখে। বিশেষ করে ওই কাজল কালো চোখ দুটি।কারন মেয়েটি বোরখা পরে চলাফেরা করে।
এজন্য চোখ ছাড়া আর কিছু দেখার উপায়ও নেই।
কিন্তু যার চোখ এত সুন্দর সে দেখতে কতই না রূপসী।
এগুলো আনমনে ভাবতে থাকে আদর।

যার মাঝে অদ্ভুদ এক ধরনের মায়া আছে।ছলছল চোখ আর চোখের পাপড়িগুলোও বেশি সুন্দর , যার কারনে আদর রোজ ওই চোখের সাগরে ডুবে জল খায়।

--তো এই নিয়ে আপনাকে কি নাক গলাতে বলছি!
যান এখান থেকে।এখানে যেন আপনাকে আর না
দেখি।নইলে ভাল হবে না বলে দিলাম।

এই বলে মেয়েটি হনহন করে চলে গেল।কিন্তু আদরের
মোটেও মন খারাপ লাগছেনা।বউ বউ টাইপ মেয়ের
মুখে ঝাড়ি খেতে কার না ভাল লাগে বলেন।

পরের দিন.....
--এই নিপু!নিপু......
--এই যে মি.আমার নাম নিপু না ওকে।
--তাহলে?
--নিপা।
--ওই হলো একই সব!আর আমি না হয় নিপু বলে
ডাকবো।
--না ডাকবেন না।
--কেন?
--কারন, এটা আমার আব্বু-আম্মুর আদুরে ডাক।
--তো কি হয়েছে! আমিও না হয় আদুর করে ডাকবো।
যা হোক আমার কথাট রেখেছো।
--আপনার কথা মানে?
--ঐ যে কাজল।
--হুহ,আপনি আস্ত একটা পেইন।
--সত্যি,দেখি কোথায় পেইন করছে তোমার।
--উফফফ....আসলে আপনি কি চাচ্ছেনন বলেন তো.....!!!
--প্রেমে পরেছি।
--কার?
--তোমার চোখ দুটোর।
--তো এখন আমি কি করতে পারি?
--অনেক কিছু,এই চোখ দুটো আমি সারাজীবনের জন্য দেখতে চাই।

যা মেয়েটির চোখ দুটো লাল হয়ে গেছে রাগে না
লজ্জায় বুঝতে পারছেনা আদর।

--আর কিছু বলবেন?
--না মানে হুম।
--কি?
--অধিকারটা কি পাওয়া যাবে?
--ভেবে দেখবো!এখন যান!আর এই রোদের মধ্যে
কক্ষনও এইভাবে দাড়িয়ে থাকবেন না।
আদর কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি
জানালো!হুম।
--মনে থাকে যেন।(ধমকের সুরে)

আসলে নিপাও ছেলেটার পাগলামোর উপর দুর্বল
হয়ে পরেছে।যা হয়তো ভাল লাগা থেকে
ভালবাসায় রূপ নিয়েছে।

নিপা মিটমিট করে হাসছে।নিপাও ছেয়েছিল এমন
একটা পাগল ছেলে তার জীবন সঙ্গনী হোক।আর সে তাকে খুব করে ভালবাসবে।আর যেন এভাবে
সারাজীবন পিছু পিছু ভালবেসে যায়।

আজ নিপা এসে দেখলো আদর নেই।এটা দেখে তার মন ভিষন খারাপ হয়ে গেল।চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো।

আর এই দিকে আদর তাকে সুনয়নে দেখছে।এখন
আদরের কাছে সমস্ত ব্যাপারটা পরিস্কার।

নিপু.......
--এই তুমি এখানে কেন?(ভয় পেয়ে)
--তো কোথায় দেখতে ছেয়েছিলে অন্য কোন
মেয়ের সাথে।
--কি!কি বললে তুমি?
--না না তেমন কিছুনা।
--তোমাকে না আসতে মানা করেছিলাম! তবুও
আসলা যে।
--আগে বল আজ হঠাৎ তুমি করে বলছো যে?
--তুমি বলতে পারলে আমি পারবো না।
--তা ঠিক,তা এত উনমুক হয়ে কাকে খোজা হচ্ছিল?
--কই কাওকে নাতো।
--আচ্ছা, একটা কথা বলতো।
--কি?
--কোথায় যাচ্ছিলে! আজতো কলেজ নেই তাও তুমি এখানে কেন বলতো?
--কোথায় আবার কলেজেই!কই কিছুনাতো।কলেজে একটা জরুরী কাজ আছে তাই যাচ্ছি।
--ওওও,ছুটির দিনে কলেজে কাজ,ভাল।

নিপা মাথা নিচু করে বসে আছে আর আদর তার
দিকে তাকিয়ে।
--কি দেখছো?
--তোমাকে।
মেয়েটি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিলো

আদর এবার তার সামনে গিয়ে বসল।দুহাত তার দুহাতে রাখলো।তারপর বললো........
--আমার দিকে তাকাও?
--এই তাকাও, প্লিজ নিপু।
এই বলে আদর মুখটা তুলে ধরল!চোখে চোখ রেখে বললো.......
--এই হাতটি সারাজীবন এভাবে ধরে রাখতে দিবে?
নিপা কিছু বলতে পারছেনা শুধু চোখ দিয়ে অশ্রু
ঝরাচ্ছে।

nargis nipa

No comments

Theme images by fpm. Powered by Blogger.