Header Ads

- অনিমেষ,
তুমি এমন কেনো রাতদিন বুকের ভিতর সাগর পুষে রাখো!
পাশে এসে বসলেই জল থৈ থৈ শব্দ শুনতে পাই।

-ওসব কথা ছাড়ো।
তোমার কপালে হেমন্তিকা টিপ,
জয়জয়ন্তী আঁধারের মতো দুচোখ ভরা কাজল।
ঘাড়ের কাছে মেঘের মতো চুল সরিয়ে কেমন এলোমেলো করে দিলে আমার বিরাশিটা রাত।
এই দেখো কেমন লাল করে বসে আছি আমার অতন্দ্রিত লোচন।

- তোমার পকেট ভর্তি শুধু উদাসীন শব্দ।
গোঁফ দাড়িতে বাসা বেঁধেছে অনাবিষ্ট কপোত।
জামার বোতাম খুলে বুকে কান পাতলেই দূর বন্দরে কোনো এক জাহাজের হুইসেল শুনতে পাই।
বিশ্বাস করো অনিমেষ...
আমারো ঘুম আসেনা।

- কৈ দেখি....
চোখের অচ্ছোদপটলে অস্বচ্ছতা!!!!!
ঘুমের ভান করে জেগে থাকো হৃদকম্পনে??
বুকের সবকটা বন্দরে আজ আমি আগুন জ্বেলে দেবো....।

-আহা শান্ত হও।
দু-একটা আকাশ বিছিয়ে চলো তক্তপোষে বসি।

"মুখোমুখি।"
-নাজমুল হোসাইন আকাশ।

No comments

Theme images by fpm. Powered by Blogger.