ইচ্ছে করে
ইচ্ছে করে
লেখক : Rabiul Islam Jibon
ইচ্ছে করে,
বর্ষার বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে দিতে
আমি ভিজিয়ে দিলে যেন তুমি বলে উঠো
এভাবে ভিজিয়ে দিলে কেন?
আমার ঠান্ডা লাগবেনা বুঝি....!
ইচ্ছে করে,
শরৎ এর কাশফুল হয়ে যাই
যেন তুমি গোধুলী বিকেলে বাসার বাহির হলে
আমাকে ছুয়ে ছুয়ে ঐ নীল দিগন্তে ছুটতে পারো।
ইচ্ছে করে,
হেমন্তের নতুন ধান হয়ে
তোমার ঘরে ফিরি
আর তুমি গ্রাম্য বধু হয়ে আমাকে বরণ করে নাও।
ইচ্ছে করে,
শীতের কুয়াশায় চাদর হয়ে যাই
কারণ তোমার ঠান্ডা লাগলে
আমাকে যেন তোমার অঙ্গে জড়িয়ে ধরে বলো
একটু উষ্ণতা দাও না।
আমার ঠান্ডা লাগছে তো.....!
ইচ্ছে করে,
বসন্ত ঋতুরাজ রুপে নতুন করে সাজি
আর তুমি বাঙ্গালি বধুর মত,
হলুদ শাড়ির সাথে খোপায় ফুল পরে
পিছনের সবকিছু ভুলে
নতুন করে আমাকে বরণ করো।
ইচ্ছে করে,
গীস্মের তাপদহে তুমি যখন ক্লান্ত হবে
তখন তোমাকে বটবৃক্ষের মত ছায়া দিতে
যেন তোমার গরম লাগলে,
একটু শীতল পরশ দিয়ে
হদয়টা জুড়িয়ে দিতে পারি।
আবার ইচ্ছে করে,
ঐ নীল আকাশ হয়ে যেতে
যেন তোমার মন খারাপের সময়,
ঐ নীল আকাশের দিকে তাকিয়ে
একটু বড় করে নিঃশ্বাস ফেলতো পারো।
ইচ্ছে করে,
ভরা পূর্ণিমা রাতের চাঁদ হয়ে আলো ছড়াতে
যেন তুমি সেই আলোয় জোৎস্না বিলাস করতে পারো।
জানো আরো অনেক কিছই ইচ্ছে করে......
লেখক : Rabiul Islam Jibon
ইচ্ছে করে,
বর্ষার বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে দিতে
আমি ভিজিয়ে দিলে যেন তুমি বলে উঠো
এভাবে ভিজিয়ে দিলে কেন?
আমার ঠান্ডা লাগবেনা বুঝি....!
ইচ্ছে করে,
শরৎ এর কাশফুল হয়ে যাই
যেন তুমি গোধুলী বিকেলে বাসার বাহির হলে
আমাকে ছুয়ে ছুয়ে ঐ নীল দিগন্তে ছুটতে পারো।
ইচ্ছে করে,
হেমন্তের নতুন ধান হয়ে
তোমার ঘরে ফিরি
আর তুমি গ্রাম্য বধু হয়ে আমাকে বরণ করে নাও।
ইচ্ছে করে,
শীতের কুয়াশায় চাদর হয়ে যাই
কারণ তোমার ঠান্ডা লাগলে
আমাকে যেন তোমার অঙ্গে জড়িয়ে ধরে বলো
একটু উষ্ণতা দাও না।
আমার ঠান্ডা লাগছে তো.....!
ইচ্ছে করে,
বসন্ত ঋতুরাজ রুপে নতুন করে সাজি
আর তুমি বাঙ্গালি বধুর মত,
হলুদ শাড়ির সাথে খোপায় ফুল পরে
পিছনের সবকিছু ভুলে
নতুন করে আমাকে বরণ করো।
ইচ্ছে করে,
গীস্মের তাপদহে তুমি যখন ক্লান্ত হবে
তখন তোমাকে বটবৃক্ষের মত ছায়া দিতে
যেন তোমার গরম লাগলে,
একটু শীতল পরশ দিয়ে
হদয়টা জুড়িয়ে দিতে পারি।
আবার ইচ্ছে করে,
ঐ নীল আকাশ হয়ে যেতে
যেন তোমার মন খারাপের সময়,
ঐ নীল আকাশের দিকে তাকিয়ে
একটু বড় করে নিঃশ্বাস ফেলতো পারো।
ইচ্ছে করে,
ভরা পূর্ণিমা রাতের চাঁদ হয়ে আলো ছড়াতে
যেন তুমি সেই আলোয় জোৎস্না বিলাস করতে পারো।
জানো আরো অনেক কিছই ইচ্ছে করে......
No comments