সুহাসিনী
কিছু কিছু হাসির গভীরতা পরিমাপ করা যায় না।
মায়ার জালে আটকা পরে বোকা মানুষ গুলা ওই গভীরতায় হারিয়ে যায়।
ত্রিমোহনার মিলিত বিন্দুর মত তারা ঘুরতে থাকে, ঘুরতে থাকে।
না পারে ফিরে আসতে আর না পারে ওই হাসির মালিকানা কিনতে।।।।।।
অত:পর হে বালিকা,
যে হাসির মালিকানা আমায় দিবানা সেই হাসি তুমি আর হেসোনা।
বিজয় মাহমুদ
মায়ার জালে আটকা পরে বোকা মানুষ গুলা ওই গভীরতায় হারিয়ে যায়।
ত্রিমোহনার মিলিত বিন্দুর মত তারা ঘুরতে থাকে, ঘুরতে থাকে।
না পারে ফিরে আসতে আর না পারে ওই হাসির মালিকানা কিনতে।।।।।।
অত:পর হে বালিকা,
যে হাসির মালিকানা আমায় দিবানা সেই হাসি তুমি আর হেসোনা।
বিজয় মাহমুদ
No comments