...
ক্যাটাগরিঃ মনের অভিব্যক্তি
শিরোনামঃ খোলা চিঠি
Nargis Nipa,১৩ জুন ২০১৭
-এই যে শুনছেন!!
-জ্বী বলুন।
-আচ্ছা আপনি কখনো কাউকে চিঠি দিয়েছেন?
-প্রয়োজন পরেনি।
-কেন?কাউকে চিঠি দিতে ইচ্ছে করে না বুঝি!!
-না,ইয়ে মানে!!
-বুঝছি আর ইয়ে ইয়ে করতে হবে না (একটু মুচকি হেসে)
-হঠাৎ আপনার চিঠির প্রতি এতো ইন্টারস্টেট?
-হুম। "স্পেশাল সাম ওয়ান"তাকে দিতে চাই (আবারো একটু মুচকি হেসে)
-আচ্ছা চিঠিতে কি লিখবেন শুনি!!
-আমি চিঠি লিখবো কিসে তা জানেন??
-কিসে?
-আমার চিঠি হবে এক টুকরো সাদা মেঘ!!
-বাহ.....! দারুণ তো & ভেরী ইন্টারেস্টিং।
-চিঠিতে বড় করে লেখা থাকবে "তোমাকে চাই"
যেন পুরো পৃথিবীর মানুষ দেখতে পায়।
সত্যি "তোমাকে চাই" এভাবে ঈশিতা তার ভালোবাসার মানুষ নিরব কে বলে দিলো।
আর নিরব.......!!
-চিৎকার করে বলে উঠল_'আমিই পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন'
শিরোনামঃ খোলা চিঠি
Nargis Nipa,১৩ জুন ২০১৭
-এই যে শুনছেন!!
-জ্বী বলুন।
-আচ্ছা আপনি কখনো কাউকে চিঠি দিয়েছেন?
-প্রয়োজন পরেনি।
-কেন?কাউকে চিঠি দিতে ইচ্ছে করে না বুঝি!!
-না,ইয়ে মানে!!
-বুঝছি আর ইয়ে ইয়ে করতে হবে না (একটু মুচকি হেসে)
-হঠাৎ আপনার চিঠির প্রতি এতো ইন্টারস্টেট?
-হুম। "স্পেশাল সাম ওয়ান"তাকে দিতে চাই (আবারো একটু মুচকি হেসে)
-আচ্ছা চিঠিতে কি লিখবেন শুনি!!
-আমি চিঠি লিখবো কিসে তা জানেন??
-কিসে?
-আমার চিঠি হবে এক টুকরো সাদা মেঘ!!
-বাহ.....! দারুণ তো & ভেরী ইন্টারেস্টিং।
-চিঠিতে বড় করে লেখা থাকবে "তোমাকে চাই"
যেন পুরো পৃথিবীর মানুষ দেখতে পায়।
সত্যি "তোমাকে চাই" এভাবে ঈশিতা তার ভালোবাসার মানুষ নিরব কে বলে দিলো।
আর নিরব.......!!
-চিৎকার করে বলে উঠল_'আমিই পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন'
No comments