Header Ads

শুধু তোমার জন্য - Mehjabeen Islam Jafrin

শুধু তোমার জন্য,
অগাস্টের শেষ মায়াবী বিকেল টা বিষণ্ণ লাগে।
পূর্নিমার চাঁদটাকে মনে হয় নিষ্ঠুর।
মৃত লাগে জোছনার প্রতিটি রূপকথা।
.
শুধু তোমার জন্য,
নভেম্বরের বিলাসী বৃষ্টিকে মনে হয় মরীচিকা।
শব্দের কারাগারে একসময় হৃদয়ে আগুন ধরানো পত্রগুলো আজ শুধু শব্দের অপচয়।
সময় এখন আর চতুর্মাত্রার প্রহেলিকা নেই,
ঘড়ির চারপাশে ঘোরে নষ্ট উপগ্রহের মতো।
শুধু তোমার জন্য
কাশবনের বাতাস আর ঘোর সৃষ্টি করে না।
আকাশের সবচেয়ে উঁচুতে উড়ে যাওয়া পাখিকে মনে হয় জীবনের প্রতি বীতশ্রদ্ধ।
.
শুধু তোমার জন্য,
আমাদের পরিচয় হওয়াটা ঈশ্বরের উপহাস।
তোমার জন্য আমার হৃদয়ে আঁকা ভালবাসা আজ অনুভূতির দুরারোগ্য ব্যাধি।
তোমার জন্য লেখা প্রতিটা গল্প আজ অভিশপ্ত উপাখ্যান।
তোমাকে দেওয়া অবুঝ স্বীকারোক্তি আজ শব্দের উচ্ছিষ্ট প্রতিধ্বনি।
শুধু তোমার জন্য
নাম হারিয়েছে প্রতিটি গান কবিতা।
শুকিয়ে গেছে প্রতিটা লাল গোলাপ।
শ্রাবণ নামিয়েছে তপ্ত দীর্ঘশ্বাসের মেলা।
তোমাকে বলা প্রতিটা শব্দ আজ আলোহীন।
তোমার আমার প্রতিটা কথোপকথন আজ অর্থহীন।
আমার শহর,
আমার পৃথিবী,
আমার মহাবিশ্ব আজ অর্থহীন।
শুধু তোমার জন্য।
শুধু তোমার মিথ্যা ভালবাসার জন্য।


No comments

Theme images by fpm. Powered by Blogger.