নিম্ন মধ্যবিত্ত
MST :Mansura
বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়া সময় যে গাড়িভাড়া দেয়া হয়, সে অর্থ খরচ না করে পায়ে হেঁটে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্তত সেই টাকা বাঁচলে পরবর্তীতে বাড়ি থেকে খাতা, কলম কেনার অর্থ চাওয়ার ঝামেলা থাকে না।
ফ্রি ফেসবুকের কল্যাণে ফেসবুক চালাই।
যখন ফ্রেন্ডরা বলে ইউটিউবে তাদের নতুন ভিডিও দেখতে। বলি দেখবো, এম বি ও কেনা হয়না দেখাও হয়না।
..
যখন কোনো বান্ধবীর বিয়ের খবর শুনি, অনুরোধ করি প্লিজ আমাকে দাওয়াত দিসনে। কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। যেন আমি সেইরকম পড়ুয়া।
..
ফ্রেন্ডদের জন্মদিনের দিন ফোন সুইচ অফ করে রাখি, যেন কেউ ফোন করে আমাকে না আবার অনুষ্ঠানে না আসতে বলে।
..
যখন ধনী বান্ধবীরা বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে। কোনো ছেলেকে বন্ধু বানাতেও ভয় পাই। সমাজের মানুষরা ছি :ছি : করবে, দরিদ্র যে তাই!
..
পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরও লজ্জা পাই, যখন ফ্রেন্ডরা ট্রিট এর দাবি করে।
..
নিজ গৃহকোণ থেকে বের হতে অস্বস্তি অনুভব হয়, যখন পাশের বাড়ির আন্টিরা কটু কথা বলে।
সবসময় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে।
..
গল্পের বই পড়ার খুব শখ, তবে বই কিনার সাধ্য নাই। ধার করে বই পড়ে তৃপ্ত হওয়ার চেষ্টা করা হয়।
..
বান্ধবীরা শোরুম থেকে দামী পোশাক কিনে, নিম্ন বিত্তদের সেই সাধ বা সাধ্য হয়না কোনদিন।
..
তবুও নিম্ন মধ্যবিত্তের মানুষেরা অতি অল্পতে খুশি হয়। তাদের জীবনে সুখী হওয়ার জন্য প্রচুর অর্থ না থাকতে পারে। তবে অন্যের আনন্দে তারা আনন্দিত হয়, নিজের জীবনে ও অনেক প্রত্যাশা নিয়ে প্রতিদিন নতুন স্বপ্ন দেখে।
MST :Mansura
বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়া সময় যে গাড়িভাড়া দেয়া হয়, সে অর্থ খরচ না করে পায়ে হেঁটে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্তত সেই টাকা বাঁচলে পরবর্তীতে বাড়ি থেকে খাতা, কলম কেনার অর্থ চাওয়ার ঝামেলা থাকে না।
ফ্রি ফেসবুকের কল্যাণে ফেসবুক চালাই।
যখন ফ্রেন্ডরা বলে ইউটিউবে তাদের নতুন ভিডিও দেখতে। বলি দেখবো, এম বি ও কেনা হয়না দেখাও হয়না।
..
যখন কোনো বান্ধবীর বিয়ের খবর শুনি, অনুরোধ করি প্লিজ আমাকে দাওয়াত দিসনে। কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। যেন আমি সেইরকম পড়ুয়া।
..
ফ্রেন্ডদের জন্মদিনের দিন ফোন সুইচ অফ করে রাখি, যেন কেউ ফোন করে আমাকে না আবার অনুষ্ঠানে না আসতে বলে।
..
যখন ধনী বান্ধবীরা বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে। কোনো ছেলেকে বন্ধু বানাতেও ভয় পাই। সমাজের মানুষরা ছি :ছি : করবে, দরিদ্র যে তাই!
..
পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরও লজ্জা পাই, যখন ফ্রেন্ডরা ট্রিট এর দাবি করে।
..
নিজ গৃহকোণ থেকে বের হতে অস্বস্তি অনুভব হয়, যখন পাশের বাড়ির আন্টিরা কটু কথা বলে।
সবসময় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে।
..
গল্পের বই পড়ার খুব শখ, তবে বই কিনার সাধ্য নাই। ধার করে বই পড়ে তৃপ্ত হওয়ার চেষ্টা করা হয়।
..
বান্ধবীরা শোরুম থেকে দামী পোশাক কিনে, নিম্ন বিত্তদের সেই সাধ বা সাধ্য হয়না কোনদিন।
..
তবুও নিম্ন মধ্যবিত্তের মানুষেরা অতি অল্পতে খুশি হয়। তাদের জীবনে সুখী হওয়ার জন্য প্রচুর অর্থ না থাকতে পারে। তবে অন্যের আনন্দে তারা আনন্দিত হয়, নিজের জীবনে ও অনেক প্রত্যাশা নিয়ে প্রতিদিন নতুন স্বপ্ন দেখে।
No comments