ক্যাটাগরি : মনের অভিব্যক্তি
শিরোনাম : ভালোবাসা
Nargis Nipa,১৮ এপ্রিল ২০১৭
হঠাৎ দেখতে পেলাম চারদিক নিস্তব্ধ,কোথাও একটু সারা শব্দ নেই।কয়েকটি ঝিঁ-ঝিঁ পোকা তার মধুর সুর অনবরত শুনাচ্ছে।বাহিরে তাকিয়ে দেখি চাঁদটা তার ডিউটি শেষ করে বিদায় নিচ্ছে।দূর আকাশের তারাগুলো নিজ নিজ আনন্দে খেলা করছে।বিশ্ব প্রকৃতি যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, এ পরিবেশে কাগজ-কলম নিয়ে লিখতে বসলাম।
জানতে বড্ড ইচ্ছে করছে....!
কেমন আছো তুমি....?
মনে হয় ভালোই আছো,
আর আমিও তাই কামনা করি।
আর যদি জানতে চাও যে,
কেমন আছি আমি...?
তাহলে বলছি আত্মহারা সংগ্রামী এ জীবনটাকে নিয়ে কোনো রকম বেঁচে আছি বটে।
আর আমার হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে পাঠালাম,
আশা করি তুমিও আমার ভালোবাসাটুকু সাদরে গ্রহণ করবে।।
শিরোনাম : ভালোবাসা
Nargis Nipa,১৮ এপ্রিল ২০১৭
হঠাৎ দেখতে পেলাম চারদিক নিস্তব্ধ,কোথাও একটু সারা শব্দ নেই।কয়েকটি ঝিঁ-ঝিঁ পোকা তার মধুর সুর অনবরত শুনাচ্ছে।বাহিরে তাকিয়ে দেখি চাঁদটা তার ডিউটি শেষ করে বিদায় নিচ্ছে।দূর আকাশের তারাগুলো নিজ নিজ আনন্দে খেলা করছে।বিশ্ব প্রকৃতি যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, এ পরিবেশে কাগজ-কলম নিয়ে লিখতে বসলাম।
জানতে বড্ড ইচ্ছে করছে....!
কেমন আছো তুমি....?
মনে হয় ভালোই আছো,
আর আমিও তাই কামনা করি।
আর যদি জানতে চাও যে,
কেমন আছি আমি...?
তাহলে বলছি আত্মহারা সংগ্রামী এ জীবনটাকে নিয়ে কোনো রকম বেঁচে আছি বটে।
আর আমার হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে পাঠালাম,
আশা করি তুমিও আমার ভালোবাসাটুকু সাদরে গ্রহণ করবে।।
No comments