Header Ads

ক্যাটাগরি ( সাহিত্য )

এখন গভীর রাত
আমি একা
আকাঁশের চাঁদ দেখছি
গাছপালা বাগানমাঠ এসবের উপর রাতের চাঁদের  জোস্নার আলো পরেছে
তা আমি দেখছি
আমি অনেক ক্লান্ত
তাও এই সুন্দর প্রকৃতি আমাকে আকর্ষন করছে
চাঁদ মাঠের উপর স্থির হয়ে আছে
চাঁদের জোস্না দেখে বলা যায় আজ পুর্ণিমার রাত
পুর্ণিমার চাঁদ সকলের কাছে প্রিয়
কিন্তু  এখন এমন খুব কম মানুষ আছে যারা এই চাঁদ নিয়ে চিন্তা করে
চাঁদকে এখন দেখে মনে হচ্ছে এই সুন্দর প্রকৃতি মহলের রানি বা মা
যেমন মা বা রানি নিজের গুন দিয়ে মহল না ঘর ভরে রাখে
ঠিক তেমন চাঁদ নিজের আলো দিয়ে প্রকৃতিকে রাতে ভরে রেখেছে
আলৌকিত করে রেখেছে
এই জন্য অনেক কবিতায় মায়ের সাথে চাঁদের আলোর তুলনা করা হয়
হঠাং একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসছে
মনে হয় হাসনাহেনার গন্ধ
পাশেই অনেক ফুল গাছ রয়েছে
মনে হয় না এই সুন্দর পৃথিবীতে এমন সুন্দর  অনুভুতি আর কোথাও আছে
 উঠে হাটা ধরলাম
পুকুর পার এর পাশে এসে দাঁড়িয়েছি
পুকুরে চাঁদের আলো পরেছে এবং আলোর প্রতিছবি আমার চোখে এসে পরেছে
চোখ দুটো বন্ধ হয়ে এলো
রাত প্রায় শেষ
পূর্ব আকাশে রকতিম সৃর্য উঠেছে
বাসায় ফিরতে হবে
আবার আগের পথ দিয়ে ফিরে আসছি
আমি আশেপাশে কাওকে দেখছি না
নিজেকে মনে হচ্ছে এই পৃথিবীতে একা একজন লোক যে চারপাশের সব কিছুর অধিকারি মালিক
এমন করে একটি সুন্দর রাত শেষ হল

No comments

Theme images by fpm. Powered by Blogger.