দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে - Mehjabeen Islam Jafrin
যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে, রাতের আধারে সেই পুরুষই তাকে বুকে জড়িয়ে নেয়...
প্রেমে ছ্যাঁকা খেয়ে যে ছেলে কষ্ট ভুলতে
গাঁজা খায়... সে ছেলে দুদিন পর আবার প্রেমে পড়ে..
ফেসবুকে ভদ্র সাজলো যে মেয়ে, দুদিন পর তার ভিডিও ফাঁস হয়..
আমরাই গালি দেই শালা হারামজাদা বাস
থামালি কেন! সেই আমরাই আবার অন্য
কাউকে বাপ বাপ ডাকি..
মাছ বিক্রেতার শরীর থেকে মাছের গন্ধে
নাক ছিঁটকাই, সেই লোক একটা পরিবারের অন্য যোগায়!! মুচি, মেথর না থাকলে কি হতো
ভেবে দেখেছেন...
ছোট বেলায় কারেন্ট ছিলো না বলে মোমবাতি দিয়ে কত রাত পার করলাম,
সেই আমরা বড় বেলায় বাতি অফ করে মোমবাতি .. ..দিয়ে ক্যান্ডেলাইট ডিনার করি!!
পৃথিবীর এক প্রান্তে কেউ ধর্ষিত হয়
বেশ্যালয়ে... অন্য প্রান্তে কেউ ধর্ষিত হয় প্রেম করে ...
এক পশলা বৃষ্টির আশায় বসে থাকি
ভিজবো বলে.. আবার কেউ আকাশে মুখ তুলে থাকে বৃষ্টি হলে আজ রোজগার বন্ধ..
নারী ছলনাময়ী, নারী বেঈমান, পুরুষ কাপুরুষ, পুরুষ বিশ্বাসঘাতক অথচ দিনশেষে তাদের নিয়েই এক একটা সংসার... ..
দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে..
No comments