Header Ads

★ভালোবাসার দহন★

শারমীন সুলতানা।

ভালোবাসা... এ এক অাজব মায়াখেলা।
এ খেলায় কেউ ভাসে,কেউ ভাসায়।
বেদনার দীপাবলি জ্বেলে কেউ করে অপেক্ষা অবিরত।
সুদূর প্রান্তে বসেও কেউ অন্তরাত্মা একাকার করে যায় বিলিয়ে ভালোবাসা।
কেউ উপেক্ষিতও চরম, এ যেন কোন মোহাচ্ছন্নতারই দায়।
কেউবা ধ্রুপদী পিপাসা নিয়ে  অপেক্ষারত
যদি কেউ এসে ভালোবাসার উষ্ণ হাত বাড়ায়।
ভালোবাসার পথে হুোঁচট খায় যারা
কেমন যেন সংসার বিরাগীও নয় ঠিক।
সংসারটাকে ভালোবেসে ধরেও রাখতে পারেনা।
কেউ দুঃখের অাকর বিছিয়ে ভালোবাসায় করে সমর্পণ।
  এ যেন কোন স্বাপদসঙ্কুল পথে পা রাখা।
অালেয়াকেই সঙ্গী করে পথ চলা।
কাঁটার অাঘাতে অাঘাতে অার কত সম্মুখ চলা!
উল্টো পথটাও মসৃণ নয়।
ভালোবাসা, সে এক নীরব ঘাতক।
কেউ জানেনা এ কেমন অন্তর দহন।
সকলের মাঝে থেকেও সে যেন
বিচ্ছিন্ন কোন দ্বীপের বাসিন্দা।
প্রচন্ড খরতাপেও ভেজায়  দু'চোখ।
তথাপিও মনোজগতে স্থান করে নেয় ভালোবাসা।
 চির ভাস্বর  হয়ে রয়ে যায় ভালোবাসা।
এ যেন মহাসমুদ্রে কোন ক্ষুদ শ্যাওলাকে অাকড়ে ধরে বেঁচে থাকারই ব্যর্থ প্রয়াস।

No comments

Theme images by fpm. Powered by Blogger.