""""কাঠ গোলাপের কষ্ট""""
তখনও চুপ ছিলাম--
এক গাদা অভিযোগের পাহাড়
ঢেলে দিলে আমার উপর।
আমি পারতাম প্রশ্নের প্রত্যুত্তর দিতে,
চাইলেই পারতাম তোমার চোখের আঁধারটা সরাতে।
অথচ নিরবতাই আমার পছন্দ!
সমুদ্রের তীরের বুকে আছড়ে পরা ঢেউ বোঝেনা--
পাথর এর মনের চাপা কষ্ট!
ঢেউ আসে চলে যায়, আবার আসে,
পাথর ছুঁয়ে ছুঁয়ে যায় প্রতিবার জলের ঝাপটায়,
শুধু পারে না কষ্ট ছুঁতে!
আমিতো সেদিন ই ভেঙ্গেছি---
যেদিন তোমার দৃষ্টিতে ভালোবাসার অভাব দেখেছি।
হ্যাঁ আমি গাঢ় নীল বিষ দেখেছি তোমার দু'চোখে।
ভালোবাসা-বিষ ! সহচর হয় না কখনও।
গোধূলীর সাথে সকালের স্নিগ্ধ-
ঝলমলে রোদের আজন্ম শত্রুতা,
পাষাণ বোঝে না ছন্দহীন কবিতার মনের ব্যাথা,
সুখ বিলাসী বোঝে না বেকার যুবকের পুরনো জিন্সের খসে যাওয়া ফ্যাকাশে নীল রঙ এর কষ্ট,
তপ্ত রোদ দেখে না শিশির কণার অস্তিত্ব,
আর ভ্রমরের মন গলে না কাঠ গোলাপের কষ্টে!
---নিদ্রা বিলাসী
তখনও চুপ ছিলাম--
এক গাদা অভিযোগের পাহাড়
ঢেলে দিলে আমার উপর।
আমি পারতাম প্রশ্নের প্রত্যুত্তর দিতে,
চাইলেই পারতাম তোমার চোখের আঁধারটা সরাতে।
অথচ নিরবতাই আমার পছন্দ!
সমুদ্রের তীরের বুকে আছড়ে পরা ঢেউ বোঝেনা--
পাথর এর মনের চাপা কষ্ট!
ঢেউ আসে চলে যায়, আবার আসে,
পাথর ছুঁয়ে ছুঁয়ে যায় প্রতিবার জলের ঝাপটায়,
শুধু পারে না কষ্ট ছুঁতে!
আমিতো সেদিন ই ভেঙ্গেছি---
যেদিন তোমার দৃষ্টিতে ভালোবাসার অভাব দেখেছি।
হ্যাঁ আমি গাঢ় নীল বিষ দেখেছি তোমার দু'চোখে।
ভালোবাসা-বিষ ! সহচর হয় না কখনও।
গোধূলীর সাথে সকালের স্নিগ্ধ-
ঝলমলে রোদের আজন্ম শত্রুতা,
পাষাণ বোঝে না ছন্দহীন কবিতার মনের ব্যাথা,
সুখ বিলাসী বোঝে না বেকার যুবকের পুরনো জিন্সের খসে যাওয়া ফ্যাকাশে নীল রঙ এর কষ্ট,
তপ্ত রোদ দেখে না শিশির কণার অস্তিত্ব,
আর ভ্রমরের মন গলে না কাঠ গোলাপের কষ্টে!
---নিদ্রা বিলাসী
No comments