সাহিত্য
সাব ক্যাটাগরি কবিতা
নাম (তন্ত্রিকতা)
নিজেকে অন্য আমি হিসেবে প্রকাশ করছি
যা ভুল করেছি সব আবার ঠিক করার চেষ্টায় মগ্ন আছি
কিছু পরিবর্তন করার আছে তাও করে ফেলব
নিজের ক্ষুত গুলো নিজের গুন করে দেখাব
আমি হতে পারি এই সমাজের বিরোধী
তাই রাস্তায়, ঘাট এবং আরো অনেক জায়গায় আমার প্রতিপক্ষ পাওয়া যাবে
সমাজের প্রায় ৬০% নিয়মের বিরোধী আমি
আমি জানি এই সমাজের মানুষ আমাকে আড় চোখে দেখবে
বলবে আমি এই রাজ্যের মিরজাফর
বলবে আমি নিঃষ্কৃয় তাই অন্যর
শব্দচুরি করে নিজের ভাব প্রকাশ করি
কিন্তু না আমি নিজের মত আছি
আমি সমাজের বিরোধী না
আমি তাদের বিরোধী যারা এই সমাজকে আমার বিরোধী করে তুলছে
সাব ক্যাটাগরি কবিতা
নাম (তন্ত্রিকতা)
নিজেকে অন্য আমি হিসেবে প্রকাশ করছি
যা ভুল করেছি সব আবার ঠিক করার চেষ্টায় মগ্ন আছি
কিছু পরিবর্তন করার আছে তাও করে ফেলব
নিজের ক্ষুত গুলো নিজের গুন করে দেখাব
আমি হতে পারি এই সমাজের বিরোধী
তাই রাস্তায়, ঘাট এবং আরো অনেক জায়গায় আমার প্রতিপক্ষ পাওয়া যাবে
সমাজের প্রায় ৬০% নিয়মের বিরোধী আমি
আমি জানি এই সমাজের মানুষ আমাকে আড় চোখে দেখবে
বলবে আমি এই রাজ্যের মিরজাফর
বলবে আমি নিঃষ্কৃয় তাই অন্যর
শব্দচুরি করে নিজের ভাব প্রকাশ করি
কিন্তু না আমি নিজের মত আছি
আমি সমাজের বিরোধী না
আমি তাদের বিরোধী যারা এই সমাজকে আমার বিরোধী করে তুলছে
No comments