♥আলগা পীরিত♥
হৃদা হাবিবা
আম্মু অসুস্থ তাই আমাদের নিচের ফ্ল্যাটের আন্টি আসছেন আম্মুকে দেখতে একদম সাজ সকালেই! কিন্তু আম্মু যে বাসায় নেই। কিছু টেস্টের জন্যে ল্যাবে গেছে। ওই আন্টিকে দেখেই আমি চমকে উঠলাম! বড্ড কথা বলেন ওনি, আম্মু থাকলে তবুও সমস্যা ছিল না। এখন যে আমাকেই শুনতে হবে!! দরজাটা খুলে সালাম দিতেই,,,,
----- তোমার আম্মু নাকি অসুস্থ তাই দেখতে চলে এলাম!
----- ওহ, কিন্তু আন্টি আম্মু তো বাসায় নেই, টেস্টের জন্য ল্যাবে গেছে! আসতে দেরি হতে পারে!
----- সমস্যা নাই ততক্ষন আমি ওয়েট করবো!
----- আচ্ছা আন্টি আপনি বসুন তাহলে!
মনে মনে ভাবতেছি, অবাক কান্ড! আন্টির বাচ্চা কাচ্চারা স্কুলে যাবেনা! ততক্ষন আন্টি এখানে বসে থাকবেন? আন্টির দুই ছেলে মেয়ে। বড় টা মেয়ে ক্লাস নাইনে ছোট টা ছেলে ক্লাস সেভেনে পড়ে। আচ্ছা যাই হোক ওনারটা ওনি বুঝবেন! আমার কি! আমি চা, টা, দিলাম। আর ওনি আমাকে পাশে বসিয়ে দুনিয়ার যত আজগুবি গল্প আছে সব শুনাতে লাগলেন!! গল্প করতে করতে হঠাৎ আন্টির কল আসলো। আন্টি কল রিসিভ করেই,,,,,
----- হ্যালো,, "সোনা মনি" তুমি উঠে গেছো?
-----..........................................!
----- আচ্ছা "বাবু সোনা" তুমি ফ্রেস হয় নাও!
-----.........................................!
----- ওকে "বেবি সোনা" তুমি দুই পিস পাউরুটি সেকে একটা ডিম পোচ করে খেয়ে নাও।
-----.........................................!
----- নারে "সোনা মনি" আজ বুয়া আসেনি তাই পাউরুটিই খেতে হবে!!
-----.........................................!
----- জানোই তো "মনা পাখি" আমি রুটি ফুটি ওসব বানাতে পারি না! তাই কিচ্ছু করার নাই! খেতে না পারলেও আজ কোন রকম চালিয়ে যাও "বেবী ",,,, ওহে! চা'টাও করে খেয়ে নিও! আমার আসতে একটু লেইট হবে!
----..............................................!
----- এই তো আমাদের উপরের ফ্ল্যাটে আসছি,,,,,
-----..............................................!
----- বাই "সোনা মনি"
আচ্ছা! আমি তো ভেবেই পাচ্ছি না ওনি এতক্ষন কত তম বাচ্চার সাথে কথা বললেন! ওনার ভাষায় বুঝতেছি একদম ছোটটা হবে! কিন্তু যেভাবে রুটি সেকে ডিম পোচ করে চা বানিয়ে খেতে বললেন, আবার মনে হচ্ছে মেয়েটাকেই বললেন হয়ত! আমি আবার কৌতুহলী তাই জিজ্ঞেস করলাম এভাবেই,,,,,
----- আচ্ছা আন্টি আপনার "সোনামনি" আজ স্কুলে যাইনি?
----- কোত্থেকে? কখনো যায় নাকি?
(এবার তো আমি তো কন্ফিউজড!!! কক্ষনো যায় নাকি মানে কি?)
------ কেন আন্টি! যায় না কেন? তাতে স্কুলে প্রবলেম হয় না?
----- কি আর প্রবলেম হবে! আমি তো আছিই? সব আমিই সামলে নেই!
এবার আমার মাথা সত্যি গুলিয়ে যাচ্ছে। কি বলছেন আন্টি! আন্টির মাথা ঠিক আছে! বাচ্চা কখনো স্কুলে যাই না! বাট কোন প্রবলেম হয় না কারন সব আন্টি সামলে নেয়!! কি বলে এসব! মাথায় আসতেছেনা কিছুই, তাই চুপ মেরে আছি!! আন্টি আবার বলতে শুরু করলেন,,,,,,
----- দশটার আগে কখনো ওর ঘুম ভাঙ্গেইনা! আজগর সাপের মতো মানুষ একটা! খালি নাক ডেকে ডেকে ফোঁস ফোঁস ঘুমাই! ভাগ্যিস ব্যবসায়ী বলে তবুও রক্ষা! যখন ইচ্ছে তখন যাচ্ছে! নিজের অফিস বলে কথা! না হয় চাকরি জীবি হলে তো সেই কবেই চাকরী খেয়ে বসতো!! আর আমার হয়েছে যত জ্বালা! একবার এই বাচ্চা নিয়ে যাও স্কুলে আরেকবার ওই বাচ্চা নিয়ে যাও! স্কুলের মিটিং থেকে শুরু করে সব আমাকেই সামলাতে হয়!! এখন তো ওরা বড় হয়েছে নিজেরাই স্কুলে যেতে পারে! তাই একটু শান্তি!! এই তো এক সাথেই বের হলাম আরকি! ওরা স্কুলে চলে গেলো আর আমি এখানে। তোমার আংকেল এতক্ষনে উঠে বলতেছে পাউরুটি খাবেনা, রুটি খাবে! কেমন লাগে?
বিষয়টা এবার ক্লীয়ার!! এতক্ষন ওনি ওনার কোন বাবুই পাখিটার সাথে কথা বললেন! কিন্তু আরেক ভাবনা আমার মাথায় আসলো,,,,, ওনি যদি "সোনা মনি" "বাবু সোনা" "বেবী সোনা" "মনা পাখি" "বেবী" সব ওই একজনকেই ডাকেন তাহলে আর বাচ্চাদের কি বলে ডাকেন! ভাবতেছি এসব ডাকার চেয়ে যদি সেই আংকেল বেচারা পাউরুটি খেতে চান না নাকি! তো ওনাকে দুইটা রুটি বানিয়ে খাওয়ালে অনেক ভালো হতো না? আর এই সাজ সকালে রুগী দেখার নাম করে কারো বাসায় এসে বসে না থেকে ওনার ওই "সোনা" "মনা" নামের অজগর সাপটাকে দুই পিস পাউরুটি সেকে একটা ডিম পোচ করে খাওয়ালেই অনেক বেটার হতো না? আলগা পীরিত আর কাকে বলে!!??
হৃদা হাবিবা
আম্মু অসুস্থ তাই আমাদের নিচের ফ্ল্যাটের আন্টি আসছেন আম্মুকে দেখতে একদম সাজ সকালেই! কিন্তু আম্মু যে বাসায় নেই। কিছু টেস্টের জন্যে ল্যাবে গেছে। ওই আন্টিকে দেখেই আমি চমকে উঠলাম! বড্ড কথা বলেন ওনি, আম্মু থাকলে তবুও সমস্যা ছিল না। এখন যে আমাকেই শুনতে হবে!! দরজাটা খুলে সালাম দিতেই,,,,
----- তোমার আম্মু নাকি অসুস্থ তাই দেখতে চলে এলাম!
----- ওহ, কিন্তু আন্টি আম্মু তো বাসায় নেই, টেস্টের জন্য ল্যাবে গেছে! আসতে দেরি হতে পারে!
----- সমস্যা নাই ততক্ষন আমি ওয়েট করবো!
----- আচ্ছা আন্টি আপনি বসুন তাহলে!
মনে মনে ভাবতেছি, অবাক কান্ড! আন্টির বাচ্চা কাচ্চারা স্কুলে যাবেনা! ততক্ষন আন্টি এখানে বসে থাকবেন? আন্টির দুই ছেলে মেয়ে। বড় টা মেয়ে ক্লাস নাইনে ছোট টা ছেলে ক্লাস সেভেনে পড়ে। আচ্ছা যাই হোক ওনারটা ওনি বুঝবেন! আমার কি! আমি চা, টা, দিলাম। আর ওনি আমাকে পাশে বসিয়ে দুনিয়ার যত আজগুবি গল্প আছে সব শুনাতে লাগলেন!! গল্প করতে করতে হঠাৎ আন্টির কল আসলো। আন্টি কল রিসিভ করেই,,,,,
----- হ্যালো,, "সোনা মনি" তুমি উঠে গেছো?
-----..........................................!
----- আচ্ছা "বাবু সোনা" তুমি ফ্রেস হয় নাও!
-----.........................................!
----- ওকে "বেবি সোনা" তুমি দুই পিস পাউরুটি সেকে একটা ডিম পোচ করে খেয়ে নাও।
-----.........................................!
----- নারে "সোনা মনি" আজ বুয়া আসেনি তাই পাউরুটিই খেতে হবে!!
-----.........................................!
----- জানোই তো "মনা পাখি" আমি রুটি ফুটি ওসব বানাতে পারি না! তাই কিচ্ছু করার নাই! খেতে না পারলেও আজ কোন রকম চালিয়ে যাও "বেবী ",,,, ওহে! চা'টাও করে খেয়ে নিও! আমার আসতে একটু লেইট হবে!
----..............................................!
----- এই তো আমাদের উপরের ফ্ল্যাটে আসছি,,,,,
-----..............................................!
----- বাই "সোনা মনি"
আচ্ছা! আমি তো ভেবেই পাচ্ছি না ওনি এতক্ষন কত তম বাচ্চার সাথে কথা বললেন! ওনার ভাষায় বুঝতেছি একদম ছোটটা হবে! কিন্তু যেভাবে রুটি সেকে ডিম পোচ করে চা বানিয়ে খেতে বললেন, আবার মনে হচ্ছে মেয়েটাকেই বললেন হয়ত! আমি আবার কৌতুহলী তাই জিজ্ঞেস করলাম এভাবেই,,,,,
----- আচ্ছা আন্টি আপনার "সোনামনি" আজ স্কুলে যাইনি?
----- কোত্থেকে? কখনো যায় নাকি?
(এবার তো আমি তো কন্ফিউজড!!! কক্ষনো যায় নাকি মানে কি?)
------ কেন আন্টি! যায় না কেন? তাতে স্কুলে প্রবলেম হয় না?
----- কি আর প্রবলেম হবে! আমি তো আছিই? সব আমিই সামলে নেই!
এবার আমার মাথা সত্যি গুলিয়ে যাচ্ছে। কি বলছেন আন্টি! আন্টির মাথা ঠিক আছে! বাচ্চা কখনো স্কুলে যাই না! বাট কোন প্রবলেম হয় না কারন সব আন্টি সামলে নেয়!! কি বলে এসব! মাথায় আসতেছেনা কিছুই, তাই চুপ মেরে আছি!! আন্টি আবার বলতে শুরু করলেন,,,,,,
----- দশটার আগে কখনো ওর ঘুম ভাঙ্গেইনা! আজগর সাপের মতো মানুষ একটা! খালি নাক ডেকে ডেকে ফোঁস ফোঁস ঘুমাই! ভাগ্যিস ব্যবসায়ী বলে তবুও রক্ষা! যখন ইচ্ছে তখন যাচ্ছে! নিজের অফিস বলে কথা! না হয় চাকরি জীবি হলে তো সেই কবেই চাকরী খেয়ে বসতো!! আর আমার হয়েছে যত জ্বালা! একবার এই বাচ্চা নিয়ে যাও স্কুলে আরেকবার ওই বাচ্চা নিয়ে যাও! স্কুলের মিটিং থেকে শুরু করে সব আমাকেই সামলাতে হয়!! এখন তো ওরা বড় হয়েছে নিজেরাই স্কুলে যেতে পারে! তাই একটু শান্তি!! এই তো এক সাথেই বের হলাম আরকি! ওরা স্কুলে চলে গেলো আর আমি এখানে। তোমার আংকেল এতক্ষনে উঠে বলতেছে পাউরুটি খাবেনা, রুটি খাবে! কেমন লাগে?
বিষয়টা এবার ক্লীয়ার!! এতক্ষন ওনি ওনার কোন বাবুই পাখিটার সাথে কথা বললেন! কিন্তু আরেক ভাবনা আমার মাথায় আসলো,,,,, ওনি যদি "সোনা মনি" "বাবু সোনা" "বেবী সোনা" "মনা পাখি" "বেবী" সব ওই একজনকেই ডাকেন তাহলে আর বাচ্চাদের কি বলে ডাকেন! ভাবতেছি এসব ডাকার চেয়ে যদি সেই আংকেল বেচারা পাউরুটি খেতে চান না নাকি! তো ওনাকে দুইটা রুটি বানিয়ে খাওয়ালে অনেক ভালো হতো না? আর এই সাজ সকালে রুগী দেখার নাম করে কারো বাসায় এসে বসে না থেকে ওনার ওই "সোনা" "মনা" নামের অজগর সাপটাকে দুই পিস পাউরুটি সেকে একটা ডিম পোচ করে খাওয়ালেই অনেক বেটার হতো না? আলগা পীরিত আর কাকে বলে!!??
No comments