ক্যাটাগরী :সাহিত্য (কবিতা)
শিরোনাম : সেঁতু ছায়া
সাগর সাখাওয়াত, ১০ই মার্চ ২০১৭
🐝 মিশ্রিত বাউন্ডুলে___
অর্ধেক তার জলধারা লালচে কনিকা
আর অর্ধেক সেজেছে সং/বন্য জলধীতে
সারেং নীল বন্দরে সুযোগ্য বৈষব্য
সন্ধানী চৈতন্য তিক্ষ্নতার ছায়া ফেলে ।
দিব্য মত্ত মাতাল মুক্ত হবে
শুধুই শ্লোগানে মিছিলে ।
ধবল বালিকা যেন বারবার এসেছিল
আর আমি তার শরীরে জমা পত্রপল্লব,
করি দিব্যি , ওষ্ঠের ব্যারিকেড ওষ্ঠে । ।
তুমি শূন্যতে হাওয়া উড়ন্ত [ ম্যিলুও] ঘুড়ি
আমি শূন্যতেই ঠিকানা খুঁজি । |
শিরোনাম : সেঁতু ছায়া
সাগর সাখাওয়াত, ১০ই মার্চ ২০১৭
🐝 মিশ্রিত বাউন্ডুলে___
অর্ধেক তার জলধারা লালচে কনিকা
আর অর্ধেক সেজেছে সং/বন্য জলধীতে
সারেং নীল বন্দরে সুযোগ্য বৈষব্য
সন্ধানী চৈতন্য তিক্ষ্নতার ছায়া ফেলে ।
দিব্য মত্ত মাতাল মুক্ত হবে
শুধুই শ্লোগানে মিছিলে ।
ধবল বালিকা যেন বারবার এসেছিল
আর আমি তার শরীরে জমা পত্রপল্লব,
করি দিব্যি , ওষ্ঠের ব্যারিকেড ওষ্ঠে । ।
তুমি শূন্যতে হাওয়া উড়ন্ত [ ম্যিলুও] ঘুড়ি
আমি শূন্যতেই ঠিকানা খুঁজি । |
No comments