অহর্নিশ ভালোবাসি
----রূপা
হয়তো কখনো পাওয়া হবেনা তোমায়।
চৈত্রের মধ্যদুপুরে,শালবনের নীরব ছায়ায়
হেঁটে বেড়ানো হবেনা তোমার হাতে হাত রেখে।
উষ্ণ বেলাভূমিতে দাঁড়িয়ে দেখা হবেনা
বিষন্ন সূর্যাস্ত কিংবা আলোকিত সূর্যোদয়।
চিরহরিৎ অরণ্যের নির্জনতার মাঝে
চমকে ওঠা হবেনা,নাম না জানা পাখির কূজনে।
গভীর রাতের নিস্তব্ধতায় তোমার পাশে বসে
আবৃত্তি করা হবেনা কোন কবিতা।কিংবা
আমার বেসুরো কন্ঠে শোনানো হবেনা
তোমার কোন প্রিয় গান।
পূর্ণিমা রাতের আলোকিত প্রহরে
বলা হবেনা,চলো
আজ দুজন জ্যোৎস্নায় স্নান করি।
হয়তো কোনদিনই পাওয়া হবেনা তোমায়,
একান্তই নিজের করে।
প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে
আবেগাক্রান্ত হওয়া হবেনা।
কিংবা শীতের তীব্রতায় একই চাদরে
ভাগাভাগি করা হবেনা দেহের উষ্ণতা।
চোখে চোখ রেখে বুঝে নেয়া হবেনা
কখন কার কি প্রয়োজন।
ঠোঁটে ঠোঁট রেখে বলা হবেনা-
আমায় গ্রহণ করো।
জানি-কখনো,কোনদিনও পাওয়া হবেনা তোমায়।
অসহায় ভীরু এই আমি
তোমার মতো গভীর আত্নপ্রত্যয় নিয়ে
বলা হবেনা আমার-যে কোন মূল্যে তোমায় চাই।
কিংবা নতুন সমাজ গড়ার সাহস আমার আছে।
তবু জেনো,বিশ্বাস কোরো
আমার এ ক্ষুদ্র ভীরু হৃদয় জুড়ে যত প্রেম
সব তোমারি জন্য তোলা।
তোমার জন্যই স্বপ্নের গভীরে পুষে রেখেছি
ভালোবাসার বুনো হাঁস।
স্বপ্নের উঠোনে বপন করেছি ভালোবাসার বীজ।
হয়তো ভালোবাসার সেই বুনো হাঁস
আকাশে ওড়ার অধিকার পাবেনা কখনোই।
ভালোবাসার সেই বীজ
মহীরুহে পরিণত হবার সুযোগ পাবেনা কোনদিনই।
তবু জেনো,শুধু তোমারি জন্য
আমার এ সুখের অসুখ।
এক মুহূর্তের জন্য হলেও বিশ্বাস কোরো-
অহর্নিশ ভালোবাসি তোমায়।
( আমার জীবনের প্রথম কবিতা,সেই ১৬বছর আগে লেখা)
----রূপা
হয়তো কখনো পাওয়া হবেনা তোমায়।
চৈত্রের মধ্যদুপুরে,শালবনের নীরব ছায়ায়
হেঁটে বেড়ানো হবেনা তোমার হাতে হাত রেখে।
উষ্ণ বেলাভূমিতে দাঁড়িয়ে দেখা হবেনা
বিষন্ন সূর্যাস্ত কিংবা আলোকিত সূর্যোদয়।
চিরহরিৎ অরণ্যের নির্জনতার মাঝে
চমকে ওঠা হবেনা,নাম না জানা পাখির কূজনে।
গভীর রাতের নিস্তব্ধতায় তোমার পাশে বসে
আবৃত্তি করা হবেনা কোন কবিতা।কিংবা
আমার বেসুরো কন্ঠে শোনানো হবেনা
তোমার কোন প্রিয় গান।
পূর্ণিমা রাতের আলোকিত প্রহরে
বলা হবেনা,চলো
আজ দুজন জ্যোৎস্নায় স্নান করি।
হয়তো কোনদিনই পাওয়া হবেনা তোমায়,
একান্তই নিজের করে।
প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে
আবেগাক্রান্ত হওয়া হবেনা।
কিংবা শীতের তীব্রতায় একই চাদরে
ভাগাভাগি করা হবেনা দেহের উষ্ণতা।
চোখে চোখ রেখে বুঝে নেয়া হবেনা
কখন কার কি প্রয়োজন।
ঠোঁটে ঠোঁট রেখে বলা হবেনা-
আমায় গ্রহণ করো।
জানি-কখনো,কোনদিনও পাওয়া হবেনা তোমায়।
অসহায় ভীরু এই আমি
তোমার মতো গভীর আত্নপ্রত্যয় নিয়ে
বলা হবেনা আমার-যে কোন মূল্যে তোমায় চাই।
কিংবা নতুন সমাজ গড়ার সাহস আমার আছে।
তবু জেনো,বিশ্বাস কোরো
আমার এ ক্ষুদ্র ভীরু হৃদয় জুড়ে যত প্রেম
সব তোমারি জন্য তোলা।
তোমার জন্যই স্বপ্নের গভীরে পুষে রেখেছি
ভালোবাসার বুনো হাঁস।
স্বপ্নের উঠোনে বপন করেছি ভালোবাসার বীজ।
হয়তো ভালোবাসার সেই বুনো হাঁস
আকাশে ওড়ার অধিকার পাবেনা কখনোই।
ভালোবাসার সেই বীজ
মহীরুহে পরিণত হবার সুযোগ পাবেনা কোনদিনই।
তবু জেনো,শুধু তোমারি জন্য
আমার এ সুখের অসুখ।
এক মুহূর্তের জন্য হলেও বিশ্বাস কোরো-
অহর্নিশ ভালোবাসি তোমায়।
( আমার জীবনের প্রথম কবিতা,সেই ১৬বছর আগে লেখা)
No comments