কি সুখ পাও তুমি???
আমি তো জ্বলে পুড়ে অঙ্গার হয়েছি
তোমার প্রেমে পরে
_তবুও কি সুখ পাও তুমি...?
আমাকে ছলনার আগুনে পুড়িয়ে
আমার সবকিছু ধ্বংস করেছো তুমি
যা ছিল আমার দেহমনে।।
মিথ্যে ভালোবাসার কথা বলে
মিথ্যে আশ্বাস দিয়ে রেখেছো আমায়
_কি সুখ পাও তুমি...?
আমার সাথে প্রতারণা করে......!!
তোমাকে ভালোবেসে ছিলাম এই ছিল
_মোর অপরাধ।।
কি সুখ পাও তুমি......?
আমাকে দূরে দূরে রেখে....
অবহেলার মায়া জালে জড়িয়ে।
nargis nipa
No comments