ক্যাটগরী : সাহিত্য (কবিতা )
সুখের বাড়ী কোথায় ।
সাগর সাখাওয়াত, ২২/০৩/২০১৭
জানতে চাও কেমন আছে সুখ
সে তো ঈশ্বর আছে মনে খুব
নয়ন জুড়ে একলা করে খোঁজ
জানতে চাও কেমন আছে সুখ
সে তো তোমাতে সর্ব দিয়েছে ডুব
লীলার দীঘিতে শরীর ভেজায় খুব
আমি মগডালে দেখি জলেভেজা রুপ
জানতে চাও কেমন আছে সুখ
সে তো বালকের হাতে শুভ্র কাঁশফুল
বালিকায় দিব্য নিয়ে চিত্ত খায় দোল
রুপ নেয় পুরুষ নারীতে ভাসায় একূল
জানতে চাও কেমন আছে সুখ
সে তো মুয়াজ্জিনের আযান
মুমিন বান্দা পবিত্র হয়ে ক্ষন
তাহার সৌন্দর্য্যে করি প্রস্থান ।
সুখের বাড়ী কোথায় ।
সাগর সাখাওয়াত, ২২/০৩/২০১৭
জানতে চাও কেমন আছে সুখ
সে তো ঈশ্বর আছে মনে খুব
নয়ন জুড়ে একলা করে খোঁজ
জানতে চাও কেমন আছে সুখ
সে তো তোমাতে সর্ব দিয়েছে ডুব
লীলার দীঘিতে শরীর ভেজায় খুব
আমি মগডালে দেখি জলেভেজা রুপ
জানতে চাও কেমন আছে সুখ
সে তো বালকের হাতে শুভ্র কাঁশফুল
বালিকায় দিব্য নিয়ে চিত্ত খায় দোল
রুপ নেয় পুরুষ নারীতে ভাসায় একূল
জানতে চাও কেমন আছে সুখ
সে তো মুয়াজ্জিনের আযান
মুমিন বান্দা পবিত্র হয়ে ক্ষন
তাহার সৌন্দর্য্যে করি প্রস্থান ।
No comments