Header Ads

ক্যাটাগরি -সাহিত্য
সাব-ক্যাটাগরি -ছোট গল্প
শিরোনাম -অপেক্ষা
Nargis Nipa, মার্চ ২০১৭

আজ সকাল থেকেই ঝুম বৃষ্টি পরছে, থেমে থেমে বজ্রপাত আর সেই শব্দেই অনির ঘুম ভেঙে গেল।ঘুম ভাঙতেই জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁয়ারা হাতে নিয়ে ভাবছে বাবুকে একটা ফোন দিবে।

অনি আর বাবু স্বামী -স্ত্রী। বিয়ে হয়েছে সাত বছর কিন্ত তাদের কোলজুড়ে কোনো সন্তান আসেনি।অনি বাবুকে খুব ভালোবাসে।বাবু ও হয়তো অনিকে তেমনটাই ভালোবাসে এটা অনির ভাবনা।।।

অনি মোবাইল হাতে নিয়ে বাবুকে ফোন দিলো।বাবু ফোন রিসিভ করতেই অনি ফিসফিস করে বলতে লাগলো......
--ঘুম ভাঙছে তোমার..?
--হুম ভাঙছে। কি করছো তুমি?
--আমি ঘুম থেকেই উঠে বৃষ্টি দেখছি।আচ্ছা এবার বলো তুমি আসবা কখন.??
--যে বৃষ্টি পরছে..!! দেখি একটু পরেই রওনা দিবো।।
--আচ্ছা তাহলে এখন রাখছি।।
এই বলেই অনি ফোনের লাইন কেটে দিল,তারপর ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেল।
আর একটি ছোট্ট কথা অনি ও বাবু দু'জনেই চট্টগ্রাম থাকে। বাবু চট্টগ্রামে কোন একটা প্রাইভেট কোম্পানি তে চাকুরী করে, অফিসের কাজে বেশ কয়েক দিন হয়েছে ঢাকায় গেছে।
 রাস্তার পাশেই একটা দোকানের সামনে বাবু বসে আছে গাড়ির জন্য, স্টেশন যাবে সে।
হঠাৎ করেই একটা গাড়ি বাবুর সামনে থামে এবং কে যেন তার নাম ধরে ডাকছে,বাবুর চোখ
 পড়তেই দেখে গাড়ি থেকে বের হয়ে  এলো রুপা।

বাবু যাকে সাত বছর আগে এমনি এক বৃষ্টির দিনে বিসর্জন দিয়ে ছিল।
এই বুঝি বাবু তার ভালোবাসা ফিরে পেয়েছে..!!
রুপা নেমেই বাবুর সাথে আলাপচারিতা জুড়ে দিলতারপর বাবুকে জিজ্ঞেস করল কারো জন্য অপেক্ষা করছে কিনা..??
উওরে বাবু বলল না,তাই রুপা বাবুকে তার বাসায় নিয়ে গেল।

এদিকে দুপুরে গড়িয়ে এলো অনি রান্নাও শেষ করে বারান্দায় এসে বৃষ্টি দেখছে আর বাবুর  জন্য অপেক্ষা করছে।
বাবু এবার অনিকে ফোন দিয়ে বললো বৃষ্টি থামছে না তাই আসতে আসতে সন্ধ্যা হবে।
পিছনে ফিরতেই বাবু রুপাকেহাসয়ে দেখল,রুপা বললো বউয়ের সাথে মিথ্যে।
বাবু এছাড়া কি উপায় ছিল...!!!
রুপার ও বিয়ে হয়ে ছিল, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আজকে প্রায় দুই বছর।
দুপুরে লান্স শেষ করে বাবু আর রুপা পুরানো স্মৃতি তে ফিরে গেল।গল্প করতে করতে প্রায় রাত হয়ে গেল বাবুর জন্য যে কেউ পথ চেয়ে বসে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই।
হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে রুপা বাবুর বুকে ঝাঁপিয়ে পড়ে,বাবুও তখন নিজেকে আর সামলে রাখতে পারেনি।সাত বছর আগে ধর্ম, সমাজ এবং পরিবারে কথা চিন্তা করেই রুপা কে এভাবে নিজের দেহে মিশাতে পারেনি।এখন আর সে ভয় নেই তাই দু'টি দেহ এক মনে মিশে  একাকার হয়ে গেছে।।।

অনি বাবুকে ফোন করেই যাচ্ছে অথচ বাবুর ফোন  চিরকালের জন্য সাইলেন্ট হয়ে গেছে।অনি চোখের জল ফেলতে থাকে আর চিৎকার করে বলতে থাকে আমি শেষ প্রহর পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো বাবু........:-(

No comments

Theme images by fpm. Powered by Blogger.