Header Ads

...

শিরোনাম:
ন্যায়বিচারের প্রতীক নিয়ে দৌড়ঝাঁপ,ন্যায়বিচারের খবর কে রাখে?

মসজিদের সামনে একটা মূর্তি রেখে দেয়া হলে,মন্দিরের সামনে মিনার রেখে দিলে বা ইসলামিক অন্য কোন সিম্বল রেখে দিলে কিংবা যীশু খ্রিস্টের একটা মূর্তি রেখে দিলে সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যাবে? যেহেতু খুব ভাল একটা মিক্সার হচ্ছে সেটাকে অসাম্প্রদায়িক বলা যাবে,বর্তমানে ব্যাপারটা এমনই দেখাচ্ছে।

আর এসবের জবাবে বহুল প্রচলিত মহাজ্ঞান এবং মুক্ত লজিক হিসেবে বলা হয় যে মূর্তি আর ভাষ্কর্য এক না।তাদের মহাজ্ঞানের দরুন তারা ধর্মীয় ব্যাপারেও যথেষ্ট জ্ঞান রাখে।আর সেই জ্ঞানের প্রকোপ এতই বেশি যে তারা উঠতে বসতে ফতোয়া দেন যেটা অনেক মুফতী একসাথে বসেও দিতে হিমশিম খেয়ে যান।

এবার আসি দেবী থেমিসের ব্যাপারে। এটা কি শুধুই ভাষ্কর্য? গ্রীক দেবীর ভাষ্কর্য বসিয়ে যদি যারা মনে অসাম্প্রদায়িকতা বা সুবিচার কায়েম হয়ে গেছে কিভাবে সেটা বোধগম্য হয় না। গ্রীক দেবীর ভাষ্কর্য যদি অসাম্প্রদায়িকতার প্রতীক হয় তাহলে উপরে মসজিদ,মন্দীরে বা গীর্জায় অন্য ধর্মের প্রতীক বসালেও সমস্যা হওয়ার কথা না।শুধু খেয়াল কইরা মূর্তি না বলে ভাষ্কর্য বলবেন।বেস তাহলেই ধর্মীয় মিক্সাচারের মাধ্যমে অসাম্প্রদায়িকতা কায়েম হয়ে যাবে।

কিছুদিন আগে একটা পোস্টে লিখেছিলাম এই মূর্তি বা ভাষ্কর্য বিচারে কোন কাজে আসবে না।কিন্তু এটা বসিয়ে দুঃখিত দাঁড় করিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যায়ে কারো চুলকায় নি। কিংবা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এটার জন্য অহেতুক ঝামেলা পাকতে পারে বা পরবর্তীতে আবার এটা অপসারণ করতে গেলে নব্য স্বঘোষিত মুক্তচিন্তাকারী এবং জ্ঞানীরা এটার বিরুদ্ধে যেয়ে ঝামেলা পাকাবে এসব নিয়ে কারো চুলকায় নি।চুলকানোর অবশ্য কারণ নেই কারণ জ্ঞান ঝাড়ার ইস্যু পাওয়া গেছে।

যাকগে দেবী থেমিস নিয়ে ঝাপাঝাপি করলো দুই পক্ষ।ন্যায় বিচারের প্রতীক নিয়া মারামারি, বিচার যে ন্যায় হয় না সেটা ভাবার মত ইস্যু না। মাঝখান দিয়ে নির্বিঘ্নে হল বিতর্কিত প্রতিরক্ষা চুক্তি এবং সমাঝোতা। এইজন্যই আওয়ামীলীগের রাজনীতি স্মার্ট। এই পটুতার জন্য নেত্রীকে একটা লাল সালাম দেয়াই যায়। একটা কম হয়ে যাবে অবশ্য।

সবশেষে, হাইকোর্টের বিচারপতিরাও নাকি চায় নাই ঐ ভাষ্কর্য থাকুক।তো স্বাভাবিক একটা প্রশ্ন তাহলে ভাষ্কর্যটা স্থাপন হইছে কার বা কাদের ইশারায়?নাকি মৃণাল হক প্র্যাকটিস হিসেবে ভাষ্কর্যটি স্থাপন করে গেছেন।তাই ভাষ্কর্যে চেহারাও খুব একটা ভাল হয় নি!

No comments

Theme images by fpm. Powered by Blogger.