Header Ads

বেশ্যাদের দালাল

এরচেয়ে ঢের ভাল
আমি বরং বেশ্যাদের দালাল হয়ে যাই
বেশ্যাদের জন্যই দিন দিন উপযুক্ত হয়ে উঠছে পৃথিবী
কিছু একটা তো করে খেতে হবে
মাস শেষে বাড়ি ভাড়া, বিদ্যুতে- গ্যাসের বার্নারে আগুন লাগা বিল
কুকুরের মতো তো খাওয়া যায় না যা পাই তা
মানুষ হয়ে জন্মেছি- জিহ্বার স্বাদ আমার হরেক রকম
এই খরচের বাজারে দুই পয়সা কামাতে হবে তো
আমি বরং বেশ্যাদের দালাল হয়ে যাই

বেশ্যারাই আজ সুখে আছে
প্রতিটা রাত তাদের মধু পূর্ণিমার
সেই মধু পূর্ণিমার মধু খাওয়ার একটা দুইটা খদ্দের যদি যোগাতে পারি
পকেটে কিছু নগদ নারায়ণ হয়
আমার তো আর সরকারি চাকরির কপাল নেই
শেষ বয়সে পেনশনের মূলার দিকে তাকিয়ে একটা জীবন কাটিয়ে দেবো
কিছু বেশ্যার সাথে আপোষ করে
আমি বরং বেশ্যাদের দালাল হয়ে যাই

বেশ্যারা আজ ফুলে ফেঁপে উঠা কলাগাছের মতো
কারা আসে না ওদের ঘরে
অফিস আদাতল চষে বেড়ানো কত কত সমাজের মাথা
নানান রকম রঙ ছড়িয়ে শরীরে পসরা সাজিয়ে
রাত্রিতে পেটিকোটের ফিতে খুলে কত নাগর ঘরে তুলে
তাদের পায়ে হুমরি খায় উদ্বাস্তু বিবেকেরা
নাগো তোমরা যা ভাবছো তা নয়
আমি রাস্তায় ভাসতে থাকা বেশ্যাদের কথা বলছি না
আমি বলছি সোসাইটি গার্ল নামক সেই বেশ্যাদের কথা
এদের দালাল হতে পারলে সপ্তাহে আমিও দুই একবার
মাছ মাংস দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবো

বেশ্যাদের এই হাটবাজারে আর কোন পণ্যের এমন দাম কে দিবে
ফ্ল্যাটবাড়ি গুলো সংসারের ভিড়ে ব্রথেল হয়ে উঠছে
উঠতি মেয়েরা দুই পয়সা কামানোর জন্য শরীর বিক্রি করছে
পরদিন তারা সামাজিক গণমাধ্যমে লিখে দিচ্ছে, "পুরুষ জাতটাই খারাপ"
যদিও হাসি পায় তবুও আমি সেইসব বেশ্যাদের মতোই ভণ্ড ভদ্র
যুগ যেদিকে যায় সেদিকে গা ভাসালেই পকেটের স্বাস্থ্য ভাল হয়
আর কোন জীবিকার খোঁজে স্যান্ডেলের সুকতলা খসানোর চেয়ে
আমি বরং বেশ্যাদের দালাল হয়ে যাই

ঘুণপোকা || শাকিল রনি
১৫০৩১৭

#শাকিল_রনির_পোস্ট_সমগ্র

No comments

Theme images by fpm. Powered by Blogger.