ক্যাটাগরি : মনের অভিব্যক্তি
অনুভবে স্বল্পতা যখন এক মুহূর্তের বাস্তব নির্মমতার সংস্পর্শে আসে ,
তখন অর্থহীন জীবনের বহমানতায় একটি নতুন অধ্যায় যুক্ত হয় ।
একফোঁটা হাসি ,দুই মুঠো স্বপ্ন,কয়েক ফোঁটা অশ্রুর বিষাদ,
এক মুহূর্তের ছন্নছাড়া আবেগ- অধ্যায় শেষ হয় নতুন অধ্যায়ের সুচনা হয়,
গল্প চলতে থাকে ।
অনিঃশেষ ছন্নছাড়া ছেঁড়া কাগজে লেখা গল্প ।
অনুভবে স্বল্পতা যখন এক মুহূর্তের বাস্তব নির্মমতার সংস্পর্শে আসে ,
তখন অর্থহীন জীবনের বহমানতায় একটি নতুন অধ্যায় যুক্ত হয় ।
একফোঁটা হাসি ,দুই মুঠো স্বপ্ন,কয়েক ফোঁটা অশ্রুর বিষাদ,
এক মুহূর্তের ছন্নছাড়া আবেগ- অধ্যায় শেষ হয় নতুন অধ্যায়ের সুচনা হয়,
গল্প চলতে থাকে ।
অনিঃশেষ ছন্নছাড়া ছেঁড়া কাগজে লেখা গল্প ।
No comments