Header Ads

* আকাশ বাবু * (বার্সেলোনার বৃষ্টি)
--------------------
ক্যাটাগরি-
সাহিত্য।
--------------তাহমিনা নাহার।
২৫-৩-২০১৭
-------------------
আকাশ বাবুর কষ্ট কিসের
জানা গেলোনা,
অঝোর ধারায় কাঁদছে কেবল
আর যে থামেনা।
সাথে আছে অনেক রাগ
হুঙ্কার,তর্জন,গর্জন,
রাগের চোটে চোখে আগুন
যেন বনের বাঘ।
শীলা রানী নেই যে সাথে
তাইকি মনে জ্বালা!
ভাবছে বুঝি আর কখনো
আসবোনা একলা।
আকাশ বাবুর চোখের জলে
ভিজে হলাম সারা,
তবু যে তার কান্না থামার
নেই যে কোন তাড়া।
অনেক হলো, চুপটি কর
যাওনা শিলার কাছে,
দয়া করে কাল সকালে
পাঠিও সুয্যিরে।।
----------------------------
বার্সেলোনায় অনেক বৃষ্টি

No comments

Theme images by fpm. Powered by Blogger.