* হারিয়ে গেলাম *
---------------------তাহমিনা নাহার।
৮-৫-২০১৭
----------------
সেদিন ভোরের বেলায়
তোমার আঙ্গিনায়,
শিউলি কুড়াবার ছলে
তোমার বন্ধ দূয়ারে
কড়া নেড়েছিলাম।
অপেক্ষাতে দাঁড়িয়েছিলাম
দুয়ার খুলে বাইরে এসে,
হাতটি ধরে নেবে পাশে।
বুঝতে আমি পেরেছিলাম
জেগেই তুমি, নেই ঘুমিয়ে,
তবুও আমি দাঁড়িয়ে ছিলাম
ভুল করেও যদি বাইরে আসো!
অনেকটা প্রহর পেরিয়েছিলো
খুললেনা আর বন্ধ দুয়ার,
ফিরে এলাম দুয়ার ছেড়ে
আঁকাবাকা পথের বাঁকে।
খুললে যখন দুয়ারখানি
আমি তখন অনেক দুর,
তখন আমি পথ হারালাম
আঁধারেতে মিশে গেলাম।
পায়ের চিহ্ন মুছে দিলাম
ফিরে যাবার মন হারালাম,
ঠিকানাটাও ভুলে গেলাম
আমার কাছে আমি রইলাম।
চলতে পথে সন্ধ্যা হলে
অরন্যতে ডুবে গেলাম,
সন্ধ্যা ফুলে মিলে মিশে
সন্ধ্যামালতী হয়ে গেলাম।।
---------------------------------------
আমার লেখা শুধুই লেখা,
লেখার জন্যই লেখা।
---------------------তাহমিনা নাহার।
৮-৫-২০১৭
----------------
সেদিন ভোরের বেলায়
তোমার আঙ্গিনায়,
শিউলি কুড়াবার ছলে
তোমার বন্ধ দূয়ারে
কড়া নেড়েছিলাম।
অপেক্ষাতে দাঁড়িয়েছিলাম
দুয়ার খুলে বাইরে এসে,
হাতটি ধরে নেবে পাশে।
বুঝতে আমি পেরেছিলাম
জেগেই তুমি, নেই ঘুমিয়ে,
তবুও আমি দাঁড়িয়ে ছিলাম
ভুল করেও যদি বাইরে আসো!
অনেকটা প্রহর পেরিয়েছিলো
খুললেনা আর বন্ধ দুয়ার,
ফিরে এলাম দুয়ার ছেড়ে
আঁকাবাকা পথের বাঁকে।
খুললে যখন দুয়ারখানি
আমি তখন অনেক দুর,
তখন আমি পথ হারালাম
আঁধারেতে মিশে গেলাম।
পায়ের চিহ্ন মুছে দিলাম
ফিরে যাবার মন হারালাম,
ঠিকানাটাও ভুলে গেলাম
আমার কাছে আমি রইলাম।
চলতে পথে সন্ধ্যা হলে
অরন্যতে ডুবে গেলাম,
সন্ধ্যা ফুলে মিলে মিশে
সন্ধ্যামালতী হয়ে গেলাম।।
---------------------------------------
আমার লেখা শুধুই লেখা,
লেখার জন্যই লেখা।
No comments