Header Ads

নীল আঁধারের রঙে - Bijoy mahmud

যে কবিতায় তুমি প্রেমের রঙ দেখো,
সে কবিতা আমায় হারানোর বেদনা দিয়ে ফিরে।

যে সুর তোমায় আনন্দ সাগরে ভাসায়,
তার অন্তরা আমায় কান্নায় ডুবায়।

যে বিকেল তোমায় বৃষ্টির গানে ভিজায়,
সে বিকেলের বৃষ্টি আমার কান্না হয়ে জড়ে

যে কফির কাপে চুমুক দিয়ে তুমি রাতের স্বপ্ন দেখ,
সে কফির কালো নির্যাস আমার পূর্নিমাকে আঁধারে ডুবায়।

তোমার আমার মাঝে কোন অমিল নেই
শুধু পার্থক্য একটাই...
তুমি স্বপ্ন বুনো আষঢ় কদমের গল্প,
আর আমি.. দুঃখ বুনি নীল আঁধারের রঙে।


No comments

Theme images by fpm. Powered by Blogger.