অশ্লীলতা শুধুমাত্র রুপসীদের জন্য
যখন তোমার রূপের প্রশংসা করি তখন আমি হই অশ্লীল,
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
সুশীল সমাজ অশ্লীলতা খুজে পায় তোমার হাতা কাটা ব্লাউজে,
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
ওরা অশ্লীলতা দেখতে পায় তোমার শাড়ির ফাঁকে অনাবৃত কোমরে
আর দূর থেকে দীর্ঘঃশ্বাস ফেলে,
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
রাস্তার ডাস্টবিনের পাশে বসে থাকা
ময়লা চুলের সেই যুবতী মেয়েটির ছেঁড়া
কাপড়ের ফাঁকে দেখতে পাওয়া বক্ষযুগলে কোন অশ্লীলতা খুজে পায় না তারা,
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
সুশীল সমাজ অশ্লীলতা খুজে পায় তোমার হাতা কাটা ব্লাউজে,
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
ওরা অশ্লীলতা দেখতে পায় তোমার শাড়ির ফাঁকে অনাবৃত কোমরে
আর দূর থেকে দীর্ঘঃশ্বাস ফেলে,
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
রাস্তার ডাস্টবিনের পাশে বসে থাকা
ময়লা চুলের সেই যুবতী মেয়েটির ছেঁড়া
কাপড়ের ফাঁকে দেখতে পাওয়া বক্ষযুগলে কোন অশ্লীলতা খুজে পায় না তারা,
কেননা অশ্লীলতা শুধুমাত্র রূপসীদের জন্য।
No comments