জীবনের সমিকরন
ডুব সাঁতারের নোনা জলে হয়েছি আমি অাজ বিবর্ণ!!
হয়েছি বিলুপ্ত প্রায়!!!!
তবুও সাঁতরে পাড়ি দিতে চাই দুর হতে দুরান্ত....
কিন্তু সোনালী সেই অতীত আজ বড়ই নির্বাক,রিক্ত হস্তে ফিরিয়ে দেয়।
কাকতলীয়ভাবে বিন্দু পরিমাণ সুখের আশায় মুখোমুখি করুণ বর্তমান।
হতাশার গ্লানিতে সুখকে দিয়েছি বিসর্জন,আকড়ে ধরে আছি বড়ই বেমানান বর্তমান।
স্বপ্নীল সোনালী প্রহর দেখার সৌভাগ্য আমার হয়না।শরীরে জুড়াতে পারেনা শীতল মৃদু বাতাস।পাখির কিচির মিছির হয়না শোনা সেই কত কাল ধরে!!!
সব দুর্গ পাড়ি দিয়ে, চেতন মনে প্রতিজ্ঞাবদ্ধ সুখের আশায় করে তৈরী করবো রণক্ষেত্র।
রক্তিম লাল সূর্যটা ধরতে চাই,চাঁদনী রাতের সেই কুমারী মেয়ের মত রুপ ছড়ানো জোসনা পৌঁহাতে চাই.....
jubayer bablu
No comments