Header Ads

প্রশ্ন???



আমার মনের আকাশে
         রোদ কেন  ঝলমলায় না?
   ........ বলতে পার?
আমার মেঘলা দুপুরে
           বৃষ্টির পরশ কেন আমায় ছুয়ে যায় না?
    ..........বুঝাতে পার?
আমি যারে এত ভালোবাসি
 সে কেন আমারে অতটা ভালোবাসেনা?
   ........ব্যাক্ষা করতে পারো?
আমার সন্ধার গরম চায়ের চুমুকে
         স্বস্তি কেন আসেনা?
 ...........  প্রকাশ করতে পারো?
আমার লিখা কাব্য
           কেন তার হৃদয় ছুয়ে জায় না?
..........  আমারে জানাতে পারো?
কিছু মানুষ এর জন্ম শুধু
             ভালোবাসা দেবার জন্য.......
          পাওয়ার জন্য না.........
আমি হয়তো তাদের একজন******

siddiqa hossain


No comments

Theme images by fpm. Powered by Blogger.