Header Ads

আমি আছি তোরর মৌনতায় -- Bijoy mahmud



যদি কখোন হারিয়ে যাই------

 তো খুজে নিস আমায়
          তোর চোখের পাতায়।
 স্বপ্ন হয়ে আসব
        তোর ঘুমের অন্তরায়।
বৃষ্টি হয়ে ভিজিয়ে যাব
         কোন এক অবেলায়,
হিম বাতাস হয়ে জরিয়ে ধরব
         শীতের সন্ধায়।
পাখি হয়ে ঘুম ভাঙাব,
        প্রতি ভোর বেলায়,
শিশির হয়ে পা ভেজাব
        ঘাসের স্নিগ্ধতায়।
ভাবিস না আমি হারিয়ে গেছি----
     আমি আছি তোর মৌনতায়।


No comments

Theme images by fpm. Powered by Blogger.