পুরুষ!!!
নরম মাটির বুকে লাঙ্গলের তিখন ফলা গেঁথে দেওয়ার নাম পুরুষ !
একফোটা নোনাজল উগলে দেওয়ার প্রত্তাশায় টুটি চেঁপে ধরার নাম কি পুরুষ??
কুমারীর কুমারীত্ব হরনের আত্বচিৎকারের নাম কি পুরুষ??
যোনিদ্বার থেকে ফোটায় ফোটায় চুইয়ে পরা লাল রক্ত পানে চেয়ে থাকা বিশ্বজয়ী চোখ দুটোর নামই কি পুরুষ??
তুলতুলে বুকের মাঝে শক্ত দাতের চিহ্ন একে দেওয়ার নামই কি পুরুষ??
পিট উরু আর নিতেম্ব কিলবিল করে ছুইয়ে যাওয়া হাত দুটোর নামই কি পুরুষ??
আঁধার রাতে পোরুষত্ত প্রমানের জন্য নারীর দেহ ক্ষত- বিক্ষত করার নামই কি পুরুষ??
নাকি সারারাত আদমনৃত্ত শেষে নর্দমায় ফেলে যাওয়া লাশের উলঙ্গ চিত্রের নাম পুরুষ !!
কিছু মানব মুখটায় লুকিয়ে থাকা পশুদের পাশবিক আচরণে লজ্জিত আজ সমস্ত পুরুষ জাতী৷৷
No comments