Header Ads

ক্যাটগরী : সামাজিক দায়বদ্ধতা
ফসল খেয়েছেন আইনের ছাগলে
সাগর সাখাওয়াত ২রা এপ্রিল ২০১৭

বিচার বর্হিভূত গুম,হত্যা, চাঁদাবাজী, ব্যাবসায়ী জিম্মি, দলীয় ক্রসফায়ার,ভারতীয় পন্যের টোকেন, কাউকে ভয় ভীতি দেখানো এগুলো কোন সন্ত্রাসী কিংবা কিলার করেন না । এগুলো করেন আমাদের সোনার বাংলার পুলিশ । ৩ লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে ।

একেকজন ৩০ লক্ষ টাকা ঘুষ প্রদান করে চাকুরী নিয়েছেন । তাদের টাকা উঠানোর জন্য রাষ্ট্রের নিরাপত্তার নামে ভয়াবহ অবস্থা । পুলিশ সকল সরকারের আমলে দলীয় কিলার হিসেবে কাজ করে । অবস্থা এমন হচ্ছে যে মন্ত্রী থেকে তার পিএস গরম, পিএস থেকে মন্ত্রী র ড্রাইভার গরম, ওসি থেকে হাবিলদার গরম , হাবিলদার থেকে সৈনিক গরম, সৈনিক থেকে ওসির চা টানানে ওয়ালা গরম । বছরখানেক আগে চট্টগ্রাম পুলিশ সুপার সাহেব ভ্রমনে এসেছিলেন কথা শুনে মনে হল উনি একজন সাধারন কর্মকর্তা । অথচ ওসির পানি টানার কাজে নিয়োজিত সেও বুঝাইতে চায় সেই ওসি ।


ঘাড়ী চালানোর সময় দু একটা কুত্তা চাকার নিচে আসলে ব্রেক করার সময় কোথায় বলেন ।এরশাদ কাক্কুর আমলে পুলিশ কে ঠোলা বলা হত । আমাদের দেশে আইন সংস্থাকারী কিংবা উর্ধ্বতন কর্মকর্তা থাকলে কল্লা বেচা হয় যেমন পোলায় কয় আমার বাপ অমুক, বৌ কয় আমি অমুকের স্ত্রী, ছোট ভাই কয় আমি অমুকের ভাই, শালীকা প্রেমে না পেরে কয় আমার দুলাভাই অমুক চাইলে কিন্তু হেডম ঝরাতে পারি ।

ভাগীনা কয় আমার মামা অমুক । চাচাতো/কাকাতো/খালাতো/ফুপাতো খালী বুঝাইতে চায় ৮-৯ ইন্চি লম্বা হাত । মোট কথা ঠোলা/মালা/ রেফারেন্স দেওয়ার আগেই ধুপধাপ শুরু করেন । আইন নিজের হাতে তুলে নেবেন না তবে নিজের প্রোটেকশনের জন্য হলে ঠোলা নিজের হাতে নিলে ব্যাপার না ।

No comments

Theme images by fpm. Powered by Blogger.