Header Ads

উদ্বাস্তুর অপ্রার্থিত প্রেম - Poem by Rudra Mohammad Shahidullah

আকাশ থেকে ছিটকে পড়া
তারার মতো কখন জানি
অসংলগ্ন একলা আমি ছিটকে এসে
আটকে গেছি নীল শহরে
উদ্বাস্তু মশার মতো
নির্দিষ্ট আবাসহীন বাউল যেন
জীবন নামে একতারাটি
আপন মনে বাজিয়ে ফিরি
শহর জুড়ে ঘর বেধেছি স্বাধীনতায়
আত্মগত আমি আবার
নিজের কাছে প্রশ্ন করি
নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
শব্দ কেন? কোন রমনী
প্রেমের ছলে ইচ্ছে করে

কি মন্ত্র সে রেখে গেছে সুষমাময়
এমনতর উদ্বাস্তুর
হৃদয় নামক গোপন ঘরে।

No comments

Theme images by fpm. Powered by Blogger.