"বালিকা,
ঐ যে খুব স্মার্ট যে ছেলেটা তোমাকে
সেদিন ফুল দিলো, ঐ ছেলেটা স্পেন !!
সেদিনের ঐ সিনিয়র ভাইটা যে কথার
ছলে তোমার গাল টেনে দিলো, ঐ
সিনিয়র ভাই ব্রাজিল !!
আর তোমার প্রেমে হাবুডুবু খাওয়া ঐ
ইঞ্জিনিয়ার ছেলেটা, যে তোমাকে
বাসায় এসে পড়ায়... ঐ ছেলেটা
আর্জেন্টিনা !!
তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব
নিয়ে যে আঙ্কেল এসেছিলো, তার
ছেলেটা জার্মানি !!
যে ছেলেটার সাথে সারাদিন তুমি
চ্যাট করো, ঐ ছেলেটা ফ্রান্স !!
রাত ১২ টা বাজতেই যে ছেলেটা
তোমাকে ফোন দেয়, ঐ ছেলেটা
ইতালি !!
বালিকা,
তুমি ১৮ ক্যারেট স্বর্ণে মোড়ানো
অসহ্য রকমের সুন্দর ঐ বিশ্বকাপ !!!
আর বালিকা,
আমি কি, জানো ??
আমি হলাম হন্ডুরাস !!
তুমি জানো, আমিও জানি, সবাই
জানে হন্ডুরাস কখনো বিশ্বকাপ
পাবে না!
তবুও কিন্তু হন্ডুরাস স্বপ্ন দেখে
বিশ্বকাপ জেতার...
বারবার ব্রাজিল, আর্জেন্টিনা,
জার্মানি, ইতালিদের দেখে
হন্ডুরাসের নিজেকে তুচ্ছ মনে হয়, তবুও
হন্ডুরাস কিন্তু মাঠে থাকবে পুরোটা
সময় !!
তুমি অপেক্ষায় থেকো বালিকা ...
আমি "সম্ভব না" কে "সম্ভাবনা"
বানিয়ে ফেলবোই ফেলবো !!
ইতি, কেউ একজন, যার দিকে তুমি
ফিরেও তাকাও না !!"
ঐ যে খুব স্মার্ট যে ছেলেটা তোমাকে
সেদিন ফুল দিলো, ঐ ছেলেটা স্পেন !!
সেদিনের ঐ সিনিয়র ভাইটা যে কথার
ছলে তোমার গাল টেনে দিলো, ঐ
সিনিয়র ভাই ব্রাজিল !!
আর তোমার প্রেমে হাবুডুবু খাওয়া ঐ
ইঞ্জিনিয়ার ছেলেটা, যে তোমাকে
বাসায় এসে পড়ায়... ঐ ছেলেটা
আর্জেন্টিনা !!
তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব
নিয়ে যে আঙ্কেল এসেছিলো, তার
ছেলেটা জার্মানি !!
যে ছেলেটার সাথে সারাদিন তুমি
চ্যাট করো, ঐ ছেলেটা ফ্রান্স !!
রাত ১২ টা বাজতেই যে ছেলেটা
তোমাকে ফোন দেয়, ঐ ছেলেটা
ইতালি !!
বালিকা,
তুমি ১৮ ক্যারেট স্বর্ণে মোড়ানো
অসহ্য রকমের সুন্দর ঐ বিশ্বকাপ !!!
আর বালিকা,
আমি কি, জানো ??
আমি হলাম হন্ডুরাস !!
তুমি জানো, আমিও জানি, সবাই
জানে হন্ডুরাস কখনো বিশ্বকাপ
পাবে না!
তবুও কিন্তু হন্ডুরাস স্বপ্ন দেখে
বিশ্বকাপ জেতার...
বারবার ব্রাজিল, আর্জেন্টিনা,
জার্মানি, ইতালিদের দেখে
হন্ডুরাসের নিজেকে তুচ্ছ মনে হয়, তবুও
হন্ডুরাস কিন্তু মাঠে থাকবে পুরোটা
সময় !!
তুমি অপেক্ষায় থেকো বালিকা ...
আমি "সম্ভব না" কে "সম্ভাবনা"
বানিয়ে ফেলবোই ফেলবো !!
ইতি, কেউ একজন, যার দিকে তুমি
ফিরেও তাকাও না !!"
No comments