Header Ads

কর্পোরেট ফটিক

সব ফটিকরা ছুটি পায়নি।
১৩-১৪ বছর আগে অনেক ফটিক এই যান্ত্রিক নগরে এসেছিলো।
ছেলে ডাক্তার হবে। ছেলে ইঞ্জিনিয়ার হবে। ছেলে টাকার পাহাড় বানাবে। চার দেয়ালে বন্দি হয়ে মন পাখি ছটফট করতে করতে একটা সময় নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে।
 সকাল দুপুর রাত তিন বেলা ছেলের মাথায় প্রতিযোগিতার ইনজেকশন পুশ করতে করতে ছেলেটা এক সময় আদর্শ প্রতিযোগী হয়ে প্রতিযোগিতার বাজারে চড়া মুল্যে বিক্রি হয়ে নিরবে নিবৃতে ক্ষয়ে ক্ষয়ে যায়।
কর্পোরেট এর আবরণ মেখে ব্যাস্ত নগরের ব্যাস্ততম অফিস শেষে ক্লান্ত শরীরে মহাকালের ক্ষণিক অবকাশে অবুজ মনে সেই ছোট্ট ফটিক বার বার ফিরে আসে।
ক্ষণিক দিবাস্বপ্নে সে নিজেকে খুঁজে বেড়ায় বন্যার পানিতে কলা গাছের ভেলায় অথবা আলম কাকার বড়ই গাছের মগঢালে অথবা গ্রামের পশ্চিমের বনে কোনো এক আম গাছে।

ছেলেবেলা ফেলা এসেছি।
সময় ছুটে চলে, আমি খুঁজে পাইনা আমার আমিকে।
আমি ছুটি চাই এই শহর থেকে।
আমি ছুটি চাই এই যান্ত্রিকতা থেকে।

বাক্সে বাক্সে বন্দি মানুষ
বাক্সে বাক্সে বন্দি বাসা
বাক্স দিয়ে বাক্স বানাই
বাক্সতে সব স্বপ্ন  আশা।

No comments

Theme images by fpm. Powered by Blogger.