Header Ads

কর্পোরেট যন্ত্রণা

প্রতিদিন অফিস শেষে রেল লাইনের উপরে অথবা নির্মাণাধীন কোনো বাড়ির ছাদে হারামি বন্ধু গুলার সাথে আড্ডা।
অথবা অফিস শেষে ঘরে ফিরে প্রিয় মানুষ গুলোর মুখ দর্শন করার মত সৌভাগ্য সকল বস্রপ্রকৌশলীর থাকেনা।

জীবনের এই চরম বাস্তবতা আপনি না চাইলেও আপনাকে মেনে নিতেই হবে।

এক্ষান ডিগ্রি দিয়া দিছে ছাইড়া বছর ধইরা চলতে আছি।
ও আমার মানব গাড়ি আগের মত চলেনা।

No comments

Theme images by fpm. Powered by Blogger.